পাতা:বিভূতি রচনাবলী (চতুর্থ খণ্ড).djvu/৪১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উৎকর্ণ 8●(ነ মুশাবনী রোডে নেমে কেদাড়ি গ্রামে পল্লীকৰি বিষ্ণুদাসের বাড়ি এলুম। তারপর চ খেয়ে ভিমুঝর্ণ পার হয়ে আমরা সুবর্ণরেখার খেয়া ঘাটে ডোঙায় নদী পার হলাম। ভট্টাচাৰ্য্য সাহেবের বাংলোয় বসে গল্প করে ঘাটশিলার বাড়ি এলুম। রাত্রে সেখানে বিধায়ক, কমল, অমর প্রভৃতির সঙ্গে খাওয়া গেল । পরদিন সকালের ট্রেনে চলে আসি কলকাতায় ও রাত সাড়ে-আটটার ট্রেনে বনগা । কল্যাণীর সঙ্গে ভ্রমণের গল্প করি। খুকু এখানে এসেচে, তার সঙ্গে গিয়ে গল্প করি একদিন কল্যাণীকে নিয়ে ছাদে বসে । এবার পূজোর ছুটি কাছে এসেচে। কি ভীষণ পরিশ্রম গিয়েচে—গ্রীষ্মের পরে এই ক'ট মাস—বিশেষ করে গত এক মাস। সৰ্ব্বদা লেখা আর লেখা “খেয়ে মুখ নেই, বসে মুখ নেই! রোজ ভোরে উঠে কলঘরে যাই স্বান করতে, তখন ভাল করে অন্ধকার কাটে না, পাশের বাডির রান্নাঘরে আলো জলে—এসে সেই যে লিখতে বসি—একবারে দশটা। আর তিনটি দিন পরে ছুটি-কাল দুপুরের পর থেকে খাটুনির অবসান হয়েচে । সব লেখা দিয়ে দিয়েচি—হাতে আর কোন কাজ নেই। আজ তো একেবারেই ছুটি। ওবেলা বিদ্যাসাগর কলেজে Study Circle-এ এক বক্তৃতা আছে—তাহলেই হয়ে গেল । পূজোর পরে ছেড়েই দেব স্কুল । অবকাশ ও অবসরে ভাল ভাবে লেখা যাবে। জীবনটাকে উপভোগ করতে চাই। ঘড়ি-ধরা সময় অনন্তকে কি করেই আটকেচে । বিশ্বের ভাণ্ডারে লক্ষ লক্ষ বৎসরের সময় অতি তুচ্ছ—কিছুই না—আমার মেসের ছোট ঘরটিতে সাড়ে ন’টা যেই বাজল আমার হাতঘড়িতে—আমনি সময় গেল ফুরিয়ে । আমি জীবনে অবকাশ ভোগ করতে চাই এবার—আর চাই বারাকপুরে ছেলেবেলার মত বাস করতে দুদিন । দেখি এসব সম্ভব হয়ে উঠবে কিনা ! বনগী যাই নি অনেকদিন । ও শুক্রবারে যশোরে পূর্ণিমা-সম্মেলনে রবীন্দ্রনাথের শোকসভা ছিল। মনোজ, মহীতোষদা, আমি ও নীরদবাবু গিয়েছিলুম। আমি ও স্বরেন ডাক্তার উঠেছিলুম অবিহি বনগী থেকে। সভাতে কল্যাণীর যাওয়ার কথা ছিল, কিন্তু তার জর হয়েছিল বলে নিয়ে যেতে পারি নি। সভার পরে মণি মজুমদারের বাড়ি আমরা আহারাদি করলুম ও গিরীনদার সঙ্গে দেখা করে রাত্রের মেলে কলকাতা ফিরি—তারপর আর বনগা যাওয়া ঘটে নি । পূজো এসে গিয়েচে । কলকাতা থেকে শুক্রবার বনগী যাব মহালয়ার ছুটিতে—পরের সোমবারে স্কুল হয়ে পূজোর ছুটি হয়ে যাবে। কল্যাণীকে নিয়ে ঘাটশিলা যাবার ইচ্ছে আছে। মনে আজ কেমন আনন, এমন ধরণের অপূৰ্ব্ব আনন্দের দিন জীবনে কটাই বা আসে ? আজ পূজোর আগে মহালয়ার ছুটি। সোমবারে একেবারে ছুটি হচ্চে পূজোর। অনেকদিন বনগী যাই নি—আজ ও-বেলা যেতে পারব ভেবে অত্যন্ত আনন্দ হচ্চে । গতকাল সকালে যশোর থেকে এসেচি সাহিত্য-সম্মেলন করে—বনগ। যখনই ট্রেনখান গেল তখনই যেন মনে হল নেমে পড়ি। অনেকদিন পরে ইছামতী দেখলুম সেদিন। এমন আনন্দের দিনে পেছনে যদি বহু নিরাননাপূর্ণ দিন না থাকে, তবে এমন দিন কখনই হতে পারে না। নিরানদের কঠিন, ধূসর মরুভূমি পার না হয়ে এলে আনন্দের মরুদ্বীপে পৌঁছুনো যায় ন—দস্যবৃত্ত্বি করে যে আন লুটতে আসবে-রোজ যারা আনন্দ খুঁজে বেড়ায়—আনন্দ খুঁজে বেড়ানোই যাদের পেশ– তারা সত্যকার আনন্দ কি বস্তু-তার সন্ধান রাখে না। আনন্দের পেছনে আছে সংযম, ভোগের