পাতা:বিভূতি রচনাবলী (চতুর্থ খণ্ড).djvu/৪২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88૨ বিভূতি-রচনাবলী নিস্তব্ধ মধ্যাহ্নে। যবে ঘাট থেকে সিক্তদেহে, আসিতে উঠিয়া— আমি কত ছল করি লোভাতুর দৃষ্টি মেলে রহিতাম চাহি— বলিতাম—বড় ভাল দেখি তোরে স্নানাদ্র বসনে । তুমি হেসে শাসনের ছলে তর্জনী তুলিয়া চলে যেতে দ্রুতপদে । সিক্ত চরণের দুটি চিহ্ন বহু যুগ ধরি অঁকা রবে সে ঘাটের মুক্তিকার পথে ।