পাতা:বিভূতি রচনাবলী (চতুর্থ খণ্ড).djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 বিভূতি-রচনাবলী বাড়ি । তারা বারেন্দ্ৰশ্রেণীর ব্রাহ্মণ । তাদের বাড়িতে যদু অধিকারীর বড় মেয়ের বিয়ের জন্তে দেখতে এল চার-পাচজন ভদ্রলোক কলকাতা থেকে। সীতা সে-সময় সেখানে উপস্থিত ছিল । * যদু অধিকারীর বাড়ির মেয়েরা তাকে নাকি জিজ্ঞেস করেছে—শোন সীত, আচ্ছা উমার যদি বিয়ে না হয় ওখানে, তোর বিয়ে দিয়ে যদি দিই, তোর পছন্ম হয় কা'কে বলতো ? সীতা বুঝতে পারেনি বে তাকে নিয়ে ঠাট্টা করচে—বলেচে নাকি, চোখে-চশমা কে একজন এসেছিল তাকে । ওরা সে কথা নিয়ে হাসাঁহাসি করেচে। জ্যাঠাইমার কানেও গিয়েছে কথাটা । জ্যাঠাইম ও সেজকাকীম মিলে সীতাকে বেহায়, বোকা, বদমাইশ, জ্যাঠা মেয়ে, যা তা বলে গালাগালি আরম্ভ করলেন। আরও এমন কথা সব বললেন যা ওঁদের মুখ দিয়ে বেরুলো কি ক’রে আমি বুঝতে পারিনি। আমি সীতাকে বকলাম, মাও বকলেন—তুই যাস কেন যেখানে সেখানে, আর না বুঝে যা তা বলিসই বা কেন ? এসব জায়গার ধরন তুই কি বুঝিস ? সীতার চোখ ছল ছল ক'রে উঠল। সে অতশত বোঝেনি, কে জানে ওরা আবার এখানে বলে দেবে! সে মনে যা এসেচে, মুখে সত্যি কথাই বলেচে। এ নিয়ে এত কথা উঠবে তা বুঝতেই পারেনি। | Go || পৌষ মাসের শেষে আমাদের বাড়ি সরগরম হয়ে উঠল—শুনলাম ওঁদের গুরুদেব আসবেন ব’লে চিঠি লিখেচেন । এই গুরুদেবের কথা আমি এদের বাড়িতে এর আগে অনেক শুনেচি—জ্যাঠামশায়ের ঘরে তার একটা বড় বাধানো ফটোগ্রাফ দেখেছিলাম—গুরুদেব চেয়ারে বসে আছেন, জ্যাঠামশায় ও জ্যাঠাইমা দুজন দু-দিকে মাটিতে বসে তার পারে পুষ্পাঞ্জলি দিচ্চেন। অনেক দিন থেকে ছবিখন দেখে গুরুদেব সম্বন্ধে আমার মনে একটা কৌতুহল হয়েছিল—কিরকম লোক একবার দেখবার বড় ইচ্ছে হ’ত । স্টেশনে তাকে আনতে লোক গিয়েছিল—একটু বেলা হ’লে দেখি দাদা এক ভারী মোট বয়ে আগে আগে আসচে—পেছনে ব্যাগ হাতে জ্যাঠামশায়দের কৃষাণ নিমু গোয়ালা। গুরুদেব হেঁটে আসচেন, রং কালো, মাথার সামনের দিকে টাক—গায়ে চাদর, পায়ে চটি । আমার জাঠতুতে, খুড়তুতে ভাইবোনের দরজার কাছে ভিড় ক’রে দাড়িয়েছিল—পায়ের ধুলো নেওয়ার জন্যে তাদের মধ্যে কাড়াকড়ি পড়ে গেল। আমি এগিয়েও গেলাম না, পায়ের ধুলোও নিলাম না। জ্যাঠাইম গুরুদেবের পা নিজের হাতে ধুইয়ে আঁচল দিয়ে মুছিয়ে দিলেন, খুড়ীমারা বাতাস করতে লাগলেন—ছেলে-মেয়ের তাকে ঘিরে দাড়িয়ে রইল, তিনি সেজখুড়ীমাকে জিজ্ঞেস করলেন—বেীম, ছেলের তোতলামিটা সেরেচে ? মেজখুড়ীমাকে বললেন— গোষ্ঠ ( মেজকাকার নাম ) আজকাল কি বাদার কাছারী থেকে গরমের সময় একদম আসে না 7.••কতদিন আগে এসেছিল বললে ? বাড়ির ছেলেমেয়েদের একে ওকে ডেকে মাথায় হাত বুলিয়ে আদর করলেন, একটা কথা জিজ্ঞেসও করলেন–কিন্তু দাদা যে অত বড় ভারী মোট বয়ে আনলে স্টেশন থেকে, সে-ও