পাতা:বিভূতি রচনাবলী (তৃতীয় খণ্ড).djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অলৌকিক চিত্র ফুটে উঠেছে। ‘পথের পাঁচালী”-ও আসলে ছোট ছোট চিত্রের মালা। ধারাবদল" বিভূতিভূষণের কয়েকটি বৈশিষ্ট্যজ্ঞাপক গল্পের সংকলন। দিনলিপিগলির সাহিত্যুমল্য ছাড়াও শিল্পীর অন্তজীবনের পরিচয়ের জন্য বিভূতিসাহিত্যের অনুরাগী পাঠকের কাছে এগুলি অপরিহায’। উপন্যাস ও ছোটগল্পের অনেক আইডিয়ার নেপথ্যের রূপ পাওয়া যাবে দিনলিপিতে। এগুলি প্রকৃত বিচারে শিল্পীর আত্মজীবনী । পরিশেষে বক্তব্য, ধাঙ্গালা সাহিত্যে বিভুতিভূষণ নতনত্ব এনেছেন দুইভাবে । এক, তুচ্ছ অকিঞ্চিৎকর তাঁর রচনায় মহনীয় হয়েছে। দই, শিশরে মনকে তিনি শিশর মত সরলতায় ও সমবেদনায় ফুটিয়ে তুলেছেন। রচনার সহৃদয়তা এবং অকৃত্রিমতার গণে বাঙ্গালা সাহিত্যের ইতিহাসে বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায় চিরস্মরণীয়। তারাপদ মুখোপাধ্যায়