পাতা:বিভূতি রচনাবলী (তৃতীয় খণ্ড).djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপরাজিত tషి সহজ বন্ধত্বের মাধযে? তাহার দিকে এমন প্রসারিত করিয়া দিয়াছে ? সজোতার কথার উত্তর দিতেই এ-কথাটা ভাবিয়া সে কেমন অন্যমনস্ক হইয়া গেল । - * > সজোতা ভিতরে চলিয়া গেলে অপর মনে হইল শধে মাতৃত্বের শাস্ত কোমলতা নয়, সজোতার মধ্যে গহিণীপনার প্রবীণতাও আসিয়া গিয়াছে। বলিল আসি ভাই বিমল, আমার আবার সাড়ে দশটায় গাড়ি । 蠟 বিমলেন্দ তাকে আগাইয়া দিতে তাহার সহিত অনেকদরে আসিল । বলিল—আর বছর ফাগন মাসে দিদি এসেছিল, দিন পনেরো ছিল। কাউকে বলবেন না, আপনার পরানো আপিসে একবার আমায় পাঠিয়েছিল আপনার খোঁজে –সবাই বললে তিনি চাকরি ছেড়ে চলে গিয়েছেন কোথায় কেউ জানে না । আপনার কথা আমি লিখব, আপনার ঠিকানাটা দিন না ?--দাঁড়ান, লিখে নিই। মাঘীপণিমার দিনটা ছিল ছটি। সারাদিন সে আশে-পাশের গ্রামগলা পায়ে হাঁটিয়া ঘরিয়া বেড়াইয়াছে। সন্ধার অনেক পরে সে বাসায় আসিয়া শইবামাত্র ঘনমাইয়া পড়িল । কত রাত্রে জানে না, তক্সপোশের কাছের জানালাতে কাহার মাদ করাঘাতের শব্দে তাহার ঘমে ভাঙিয়া গেল। শীত এখনও বেশী বলিয়া জানালা বন্ধই ছিল, বিছানার উপর বসিয়া সে জানালাটা খলিয়া ফেলিল । কে যেন বাহিরের রোয়াকে জ্যোৎস্নার মধ্যে দাঁড়াইয়া ! কে? —উত্তর নাই । সে তাড়াতাড়ি দয়ার খলিয়া বাহিরের রোয়াকে আসিয়া অবাক হইয়া গেল – কে একটি সন্ত্রীলোক এত রাত্রে তাহার জানালার কাছে দেয়াল ঘোষিয়া বিষন্নভাবে দাঁড়াইয়া আছে । 婚 অপর আশ্চয্য হইয়া কাছে গিয়া বলিল—কে ওখানে ? পরে বিস্ময়ের সরে বলিল— পটেশ্বরী ! তুমি এখানে এত রাত্রে ! কোথা থেকে - তুমি বশুরবাড়ি ছিলে, এখানে কি ক’রে— পটেশ্বরী নিঃশব্দে কাঁদিতেছিল, কথা বলিল না - অপর চাহিয়া দেখিল, তাহার পায়ের কাছে একটা ছোট পটুলি পড়িয়া আছে । বিস্ময়ের সরে বলিল কে‘দো না পটেশ্বরী, কি হয়েছে বল। আর এখানে এ-ভাবে দাঁড়িয়েও তো—শুনি কি হয়েছে ? তুমি এখন আসছ কোথেকে বল তো ? পটেশ্বরী কাঁদিতে কাঁদিতে বলিল- রিষড়ে থেকে হেটে আসছি—অনেক রাত্তিরে বেরিয়েছি, আমি আর সেখানে যার না —আচ্ছা, চলো চলো, তোমায় বাড়িতে দিয়ে আসি —কি বোকা মেয়ে ! এত রাত্তিরে কি এ ভাবে বেরতে আছে ।--ছিঃ-আর এই কনকনে শীতে, গায়ে একখানা কাপড় নেই কিছ না - এ কি ছেলেমানষি । —আপনার পায়ে পড়ি মাস্টার মশাই, আপনি বাবাকে বলবেন, আর যেন সেখানে না পাঠায়—সেখানে গেলে আমি মরে যাব - পায়ে পড়ি আপনার – বাড়ির কাছাকাছি গিয়া বলিল-বাড়িতে যেতে বড় ভয় করছে, মাস্টার মশায় –আপনি একটু বলবেন বাবাকে মাকে বুঝিয়ে— সে এক কান্ড আর কি অত রায়ে ! ভাগ্যে রাত অনেক, পথে কেহ নাই । অপ: তাহাকে সঙ্গে লইয়া দীঘড়ী-বাড়ি আসিয়া পটেশ্বরীর বাবাকে ডাকিয়া তুলিয়া সব কথা বলিল । পুণ দীঘড়ী বাহিরে আসিলেন, পটেশ্বরী আমগাছের তলায় বসিয়া পড়িয়া হাঁটুতে মুখ গজিয়া কাঁদিতেছে ও হাড়ভাঙা শীতে ঠক-ঠক করিয়া কাঁপতেছে না ॥१छ्५ानां श्ौख्छवश्ल, मा श्रूषाना ८षाणॆ छान्तःि ॥ -