পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. YY 3 বিভূতি-রচনাবলী —অতিশয় বিনয়ের কথা হোল । আপনার বা হয়েচে, ক'জনের ও রকম সৌভাগ্য ঘটে । আপনার খেলা ছচোখ ভরে দেখলেও অাই উড়, থান্ট ফর মোর— ---क्षुश्यनःि । ് —ন, সত্যি বলচি, আমাকেও আপনি শিন্ত করে নিন না ! —শিন্ত ? ব্যাকরণ ভুল হ’ল, শিন্যা হবে কথাট। —ম্বা বলেন । না সত্যি, করে নিন না শিষ্যা । - 제1 || সকলে হেসে উঠলো। তরল বল্পে-কথা বলবার কি মুন্দর ভঙ্গি ! ও ও শিখতে হয় আপনার কাছে । অণিমা বল্পে—একশো বার । মি: সেন বলেন-বা, আমি কথাটা তুললাম, আর আপনি ও তরল দেবী কথাটা একচেটে করে নিলেন দেখচি । o মিঃ বাম্ব হেসে বল্পেন—লেডিজ প্রিভিলেজ— এই সময়ে পুনরায় খেলা আরম্ভ হওয়ার সময় হোল। সবাই যে ধার জায়গায় খেলতে উঠে চলে গেল। মিঃ বাস্ক নিজের র্যাকেটের তাতগুলোতে হাত দিয়ে বল্পেন—একখান! ভালো র্যাকেট দিতে পারেন কেউ । পাটুগুলো ঢিলে হয়ে পড়েচে । দুটো ছিড়ে গিয়েছে —বডড অস্ববিধে হচ্ছে— তরলা বল্পে—এই নিন আপনি আমার-থান। —আপনি ? —আমি আনিয়ে নিচ্ছি— चनियाँ वरझ-नां एग्न श्रांशांब्रü1 निन—না থাক। দুজনকেই ধস্তবাদ ৷ এবারটা আমি এতেই চালিয়ে নেবো। তারপর মি: স্বরকে দেখিয়ে চুপি চুপি বল্পেন—ও ভদ্রলোকটি কে ? অণিমা চুপি চুপি উত্তর দিলে--একটি নিরীহ ভদ্রলোক। —পরিচয় কি ? —মিঃ স্বর না সোম, কি জানি ! —ও, কি করেন ? —ম্ভবঘুরে । এ জেণ্টলম্যান উইদাউট এনি ডিনোমিনেশন। —এখানে আগে কখনো তো দেখিনি ? —অনেকবার এসেচেন। মাঝে মাঝে আসেন। সরলা ওঁকে পছন্দ করে। —রি-য়্যা-লি ? —শুনচি। আন্ধন, ইণ্টে.ডিউল করে দিই, না ? ওরা সকলে আবার খেলতে গেল। এরা নিজের তাৰেই নিজে বিভোর হয়ে আছে,