পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুখোশ ও মুখঞ্জী SУз —৪ই বেলডাঙ্গ, জেলা মুর্শিদাবাদ । —বাবা, সে কক্ষ, এখেন থেকে ! ও থাকগে । সত্য কিছুতেই শুনলো" না। তার পীড়াপীড়িতে দুই ভাই পুটুলি নিয়ে বাড়ী থেকে বেরুলাম। বত্ৰিশ টাকা সঙ্গে নিয়ে । • সোজা গিয়ে বেলডাঙ্গা স্টেশনে ট্রেন থেকে নামলাম । জিজ্ঞেস করে জানা গেল মাঠঙা-বেনাহ এখান থেকে তিন মাইলের মধ্যে। 'বেলডাঙ্গার থানাতে গিয়ে দারোগীবাবুকে সব খুলে বল্লাম। র্তার নাম পঞ্চানন রায়, বাড়ী হুগলী জেলা । আমাদের মুখে সব গুনে তার দয়া হ’ল । আমাদের বল্লেন, সেখানে কিছুদিন থাকতে, অন্ততঃ এক সপ্তাহ । সাধারণ পোশাকে তিনি দু’জন কনস্টেবলকে সঙ্গে নিয়ে নিজে বেনাৰ্দহ গ্রামে গিয়ে খবর নিয়ে এলেন, সে বাড়ী নেই। আমাদের বলেন, থানায় রাষ্ট্রে ওয়ে থাকবেন, কোন অস্থবিধে হবে না। রোধে খেতে পারেন । কিম্বা যদি না বেঁধে খেতে চান, আমার এক ছত্রি কনস্টেবল আছে— - সত্য বললে, কিছু না দারোগাবাৰু, আমরা রান্না করেই নেবো। থানার উত্তরে বড় এক পুকুর, পুকুরের পাড়ে উলুটি বাচড়া ও তাল গাছ। আমাদের যশোরের ভাষায় উলুটি বাচড়া বলে উলুম্বাসে ঢাকা মাঠকে। দেখে সত্য খুব খুনী। বলে, দাদা ওই তাল গাছের তলায় আধ-ছায়া আধ-রৌদ্রে বসে রাধবো । দিন কয়েক সেখানে থাকা হ’ল, বেনাদহ গিয়ে রাস্ক হাড়ির সন্ধান সব সময়ে নেওয়া হচ্ছে । কখনো রাত দুপুরে, কখনো দিন দুপুরে, কখনো খুব ভোর বেলায়। গায়ের লোকে বলে সে যশোর জেলায় ব্রহ্মণদের বাড়ী চাকরি করে । এখানে থাকে না তো । আজ এক বছরের মধ্যে তাকে গায়ে দেখা যায় নি । স্বতরাং সাত দিন পরে আমরা রাস্ক হাড়িকে অপ্রকট অবস্থায় রেখেই বেলডাঙ্গা থেকে রওনা হলাম বাড়ীর দিকে । 驗 সত্য বললে, দাদা পয়সা নেই হাতে, তা ছাড়া রাস্তা দেখে খেতে হবে । স্বলি এমন হয় পথ দিয়ে গরু তাড়িয়ে বাড়ীর দিকে আসচে। চলে হেঁটে বাড়ী ফিরি। —সে কি রে, এখান থেকে যশোর জেলা, পথটি ষে সোজা নয়। পারবি হাটতে ? —গরুজোড়া ফেরত পাওয়ার জন্তে সব করতে পারি দাদা। আমার গাড়ী চালানো একদম বন্ধ হয়ে গেল ওই গঙ্কজোড়ার অভাবে । অতএব নামলাম দুই ভাই পৰে। বেলডাঙ্গার বাজার থেকে চালভাল কিনে নিই। হাড়ি-পরা কিনে র্বোচকায় বেঁধে निजांब । यथब किन ब्रांखांच्च थां८ग्न ७क चांबष्ठलांग्र ब्रांज्ञां करग्न ८षणांभ ॥ ८दनं लां८णं किख এভাবে পথ চলতে। ঘর থেকে কখনো বেঙ্কই নি, এতদূরেও জীবনে কখনো আলি নি, রাস্ক হাড়ির দৌলতে অনেক দেশ দেখলাম । गङा बणtण, बांक, हैंiग्नि ८क्रण श्रिब्र कांज cनहे । दण्क शांब शंग्निन्न । शृप्त्र निरग्न चांनि,