পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুখোশ ও মুখঞ্জী SWSé. কলকাতা থেকে নূতন এসে বহুদিন পরে দেশে বসেছি, জমিজমার ব্যাপার তত বুঝি নে । ব্যাপারটা তলিয়ে বুঝবার চেষ্টা করলাম। চালীর বারিক মণ্ডল আমার কাছে এলেচে কিছু জমি বেচতে । ওর জমি নয়, সোনাই মণ্ডলের জমি। ও এসেছে কেন, এতে ওর স্বাখ কি ? ন, ও আগে থেকেই এই জমার অন্তভূক্ত ছবিষে জমিতে বাস করে, জমি নিলে ও আমার প্ৰজা হবে এবং আমি ওকে ধানের জমির ভাগীদার করবে। বেশ কথা। বারিকের চেষ্টায় ও আমার ইচ্ছায় তিনদিনের মধ্যে জমি কেনা হয়ে গেল । so রেজেক্ট্রি অফিসে যে দলটি জমি রেজেক্ট্রি করতে গিয়েছিল বারিক মূসলমান দেখলুম তার মোড়ল। মহা ফুৰ্ত্তিবাজ লোক সে । আধ-বুড়ো লোক হোলে কি হয় । দাড়ি নেঞ্চে নেড়ে পান খাচ্চে, বিড়ি খাচ্চে, বেগুনি খাচ্চে, ফুলুর খাচ্চে। রেজেক্ট্রি শেষ হয়ে গেলে বারিক জামায় ডেকে বল্পে-বাৰু এটু খানি দোকানে চলুন। —কোন দোকান ? o —জল খাবেন এট, - জল খাওয়ানোর প্রথা আছে এদেশে, ষে জমি কেনে, সে-ই মনের ফুৰ্ত্তিতে সাক্ষী ও সনাক্তকারীকে মিষ্টি মুখ করায়। ষে জমি বেচে সে তো রিক্ত হয়ে গেল । সে খাওয়াৰে কেন? এ কথা তো এদেশে নেই। কিন্তু বারিকের আনাড়ি ধরণের বিনীত গ্রাম্য অঙ্গুরোধ এড়াতে না পেরে খাবারের দোকানে বসলাম । —দ্যাও, ও দোকানী, বাৰুরি (অর্থাৎ বাবুকে ) নিমকি, সেঙ্গার, সন্দেশ স্থাও। আর ওই ষে হাঙ্গে গোল গোল তোমার, ওকি কি বলে ? ওই দ্যাও একপোয়—মুচি খাবেন বাৰু ? হাদে বাবুরি হচি স্তfও আটখানা, ভাজা নেই ? তা ভেজে ছাও— দেড় টাকা খরচ গেল শুধু আমার পিছু। খাবার খরচ গেল টাকা চারেক। বারিক মহামুৰ্ত্তিতে এক টাকার খাবার নিজেই খেলে। সন্ধ্যা হয়ে গেল। সবাই মিল্পে অন্ধকারে বাড়ীর দিকে রওনা হই। বারিক অন্ধকার পথে গান জুড়ে দিলে চেচিয়ে। • ওগো হরি বংশীধারী শুমি লটবর—” সোনাই মণ্ডল বাজার থেকে বড় দেখে ছুটো ইলিশ মাছ কিনেচে, কারণ আজ তার হাতে করকরে আড়াইশো টাকা। জমি ওরা নাকি খুব সন্তায় দিয়েচে আমাকে ৷ জলিল-লেখক আমাকে আড়ালে বলেছিল—আড়াইশ টাকায় সাত-আট বিধের জমি কিনেচেল, তার মধ্যে পাচ বিঘে আমন ধানের জমি। সাব-রেজিস্ট্রার বাৰু এ দলিল এখন মঞ্জুর করলে হয়। দামটা কম বলে মনে হচ্চে কি না— ৰাহোক, রেজিষ্ট্রি হয়ে গেল, কোন গোলমাল হয় নি। বারিক মণ্ডল বন্ধে-বাৰু, আমাদের গ আগে, তারপর আপনাদের গ৷ ७हे अककां८ब्र कि क'tब वांरबन ? ८णांनांदे ऐणिनं प्रांछ् क्रिनtछ, जांबांरक्ब्र यांरब चांज पांडून । ऐणि* बाह ब्रांबा क्बन cर्नब क्ट्विा । चांण छनून ७कई इर्डि कब्र पांक