পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

36 be বিভূতি-রচনাবলী —নোট ! নোট মানে কি ? —তবে সিকি ? —না, এর নাম আধুলি—আট আনা । এক টাকার অর্ধেক।—ষা বসগে স্ব পতিরামকে খবর দিয়ে আনিয়ে তার পরদিন সব টাকা তার হাতে দিয়ে দিতে, সে মহা সন্তুষ্ট হয়ে বল্লে—হতভাগা মেয়েটা আমার বালিশের তলা থেকে টাকার থলি চুরি করেছিল মাস্টার মশায়। গরীবপুরের হাটের পটল বেচার টাকা, উনিশ টাকা সাত আনা । খুঁজে আর পাই নে। পরিবার বলে আমি জানি নে। ভাইপো বলে আমি জানি নে। তবে একমুঠো টাকা নিলে কে ? এখন জানা গেল ওই হতভাগা ছুড়ি টাকাগুলো সব নিয়ে চলে এসেছিল--হতভাগা ছুড়ির হাড় এক জায়গায় আর মাস এক জায়গায় করবো আজ বাড়ী গিয়ে । ፴ —না বাপু, ও অবোধ মেয়ে। ওর কি সে-জ্ঞান আছে? নইলে আধুলিকে কখনো বলে নোট, কখনো বলে সিকি । সে জ্ঞান নেই। মারধোরের দরকার নেই। মূখে শাসন ক’রে দিও—ইয়ে, পটল কি রকম হোল এবার ? —তা মাস্টার মশাই মন্দ নয়। হাটরাহাট ছ'মণ আড়াইমণ। পাচ কুড়ো ভূই শুধুই পটল করা হয়েছিল এবার । —একদিন ছুটো পটল খাওয়াও তোমার ক্ষেতের । শুনেছি তোমার ক্ষেতের পটল নাকি বড় ভালো— পতিরাম খুশি হয়ে উৎসাহের স্বরে বল্লে-হাটের সেরা পটল মাস্টারমশাই । ওই নতিভাঙা থেকে বিলের পটলের লত এনেলাম। যেমন পাতলা খোস, তেমনি মিষ্টি। লতও খুব ভেঙ্গী, এক এক লতে পাচপণ ক’রে উদ্ধ সংখ্যে। ভাবুন সে জিনিসটা কি । —বাঃ বাম, চমৎকার ফলন । 輸 —এক একটা লত দশহাত বারোহাত লম্বা । বল্পি ভাববেন গল্প কথা বলচে, তা নয়, পতিরাম জানে পটলের চাষ কি ক’রে কত্তি হয়। লত পুতলিই কি পটল ফলে ? ওর কারকিৎ চাই। কাল পাঠিয়ে দেবো ছ’লের পটল, খেয়ে স্ত্যখবেন আপনি । না, দাম দিতি হৰে কেন আপনার। ও কথাই তোলবেন না। ফি হাটে বা পারি পটল আপনি নেবেন, দাম দিতি হবে না। আমরা এই রকম করেই চালাই সংসার। একথা অস্বীকার করতে চাই নে। কিন্তু এবার নিরুপমার অস্বখ নিয়ে বড় ফেরে পড়ে গেলাম। ওর অস্কখ একই রকম চলচে, বাড়েও না কমেও না। রোজ রোজ স্থল থেকে ফিরে মনটা এমন জুমে ৰায় । 藝 তারপর কি, আমাদের গ্রামে পরস্পরে সহাহভূতি নেই আছে। আমার বাড়ী এই ৰে অস্থখ, এই যে নিরুপমা সারাদিন বিছানায় এক পড়ে ছটফট করে (মার কোনো লোক নেই