পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৪ বিভূতি-রচনাবলী পকেট খুজে দেখলাম। হাতে চার জানা মাত্র পয়স অবশিষ্ট আছে খাবার কিনবার । তাতে মোটে হবে একখানা জোড়া সন্দেশ—জার বাকি থাকৰে এক আন । ছু-তিনবার খেয়েছিলাম। কি স্বন্দর জোড়া সন্দেশগুলো । নিরুপমার হাতে আদি দিতে পারতাম ! 蔓 কিন্তু একখানা সন্দেশ নিয়ে যাওয়ার চাইতে এক পোৱা কুঁচো গজা নিয়ে যাওয়া ভালো। অনেকগুলো পাওয়া ধাৰে । মনের সাধ মনেই চেপে বল্লাম— কুঁচে গঙ্গা আছে ? কত ক’রে সের ঐ দাও তিন ছটাক—ৰেশ টাটক৷ ? সন্ধ্যার পর বাড়ী ফিরতেই নিরুপমা জিজ্ঞেস করলে—খাবার এনেচ ? কি দেখি ? আমি হাসিমুখে পুটুলিটি দেখিয়ে এমন ভাবে কথা বলি, যেন অনেকখানি গুপ্ত রহস্তের ভাণ্ডার এই পুটুলির মধ্যে সঞ্চিত। নিরুপমা কৌতুহলের সঙ্গে বলে—ওর কি নাম " | নিবারণ ময়রার কুঁচো গজার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়লাম আমি। এমন দেখি নি, এ জেলায় আর হয় না। বিখ্যাত কুঁচে গঙ্গা। নিৰায়ণের কুঁচে গজ কলকাতা পৰ্য্যস্ত যায়। DD DD BBB BB BBD DDB S BBB BB DDS BBD DD DS S DDBB DCS থেকে নামে, অমনি কাড়াকড়ি শুরু হয়ে যায়। অতি কষ্টে আধপোয়। সংগ্রহ করে এনেচি। খেয়ে দেখো । নিরুপমা বলে—না। তুমি আগে ছ’খানা খাও—আরও ছ’খানা নাও না ? . তারপর মহাখুশির সঙ্গে খেতে খেতে বলে—বাঃ সত্যি ! কি চমৎকার জিনিস ।... al?--- কলহান্তরিতা খাম সরকার আমাকে ডেকে বলে—শোনো বাৰ, একটু বোসে । হাট-বাজার ক’রে ফিরছিলাম, বেলা হয়েচে, বেশি বসবার সময়ও নেই। শুাম সরকার বুড়ো হয়েচে, বড় বকে। আমার এখন ওর বকুনি গুনবার সময় নেই। তবুও বল্লাম—কাক ভাল আছেন । শুাম সরকার ওর দোতলা বাড়ীর সামনে বলে মালা জপ করছে। আমি ওকে মালা DD DDB BBB BB BBB BB BDD DD DDS BB DD DDS DBBD DD DD তার স্থা থেকে চালায় । আবার গীতার ব্যাখ্যাও করতে শুনেচি ওকে। এদিকে মামলা মোকদ্বমা করতে ছাড়ে না, তাও দেখতে পাই। খাম সরকার বঙ্গে—এলো বাৰ, বোলো। চোখেও আজকাল খুব ভাল নেৰি নে— একটা কথা শোনো। আমার একটা উপায় ক’রে দাও বাবা