পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖԳe বিভূতি-রচনাবলী কাপতে কঁপিতে । আমি সরে পড়লাম বেগতিক বুঝে । এই রকম দেখে এসেছি সার বাল্যকাল । নিম্ভদ আর পটল বাপের ভয়ে জুজু। কোন জায়গায় ইচ্ছামত খেলতে যাওয়ার জো নেই। © • নিদ্ভদার বিয়ে হলো অপেক্ষাকৃত অল্প বয়সে। ওদের সকলের ছোটভাই পিন্ট-ব বয়স এই সময় বছর চারেক । আমি আই-এ পড়ি কলকাতায় । বিয়ের চিঠি পেয়ে বাড়ী BBBBS BBB BBS BBB BBB BB BBBS BBBS BBB BLSS BBB BB কলেজের । পটল গিয়ে ওর বাবাকে বল্পে-বাবা, দাদা বলছে পকেট-ঘড়ি নেবে না। সত্য চক্কত্তি বিস্ময়ের স্বরে বল্পেন-অ্যা ? কি ? —বলছে পকেট-ঘড়ি নেবে না। আজকাল রিস্ট-ওয়াচের রেওয়াজ হয়েছে, পকেট-ঘড়ি কেউ পরে না—তাই বলছিল— —পরে না ? কোথায় গেল সে হারামজাদা, ডাকে। ইদিকে— নিম্ভদ তো সঙ্কুচিত ভাবে সামনে এসে দাড়ালো। মুখ চুন হয়ে গিয়েছে ভয়ে । সত্য চকত্তি বলেন—তুমি পকেট ঘড়ি নেবে না 7 বডড তালেবর হয়েছ বুঝি ? বাপের কথার উপর কথা ? বঙ্গাত পাজি, জুতিয়ে মুখ ছিড়ে জেৰ জানো ? ৰাও, তোমার বিয়ে করতে হবে না। তুমি কালই কলকাতায় চলে ৰাও— সেদিন বাড়ীতে লোকজনের ভিড়, শাখ বাজছে, নান্দীমুখের চাল কোটা হচ্ছে । চেঁচামেচি শুনে ওদের—ম বার হয়ে এলেন। এসে ছেলের পক্ষ হয়ে স্বামীকে দু’ৰৰ শোনালেন | —তোমার না হয় তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে—কিন্তু দুধের ছেলে, ওর অত হিসেবজ্ঞান এখনো হয় নি তোমার মত। আজকের দ্বিনে বাছাকে কোনো কথা বলতে পারবে না বলে দিচ্ছি— J —অত বড় কথা বলতে ওর সাহস হয় । আজকাল কালে কালে সব হচ্ছে কি ? —অত তোমাকে দেখতে হবে না। ৰাও, বাইরে গিয়ে বসে খানিকক্ষণ । নিজা সে যাত্র রেহাই পেল । আমাকে বিয়ের পর নিদ্ভদ৷ ছুঃখু ক'রে বলেছিল—দেখলি তো ভাই বাবার স্বাগ । একটা হাতঘড়ির কথা বলতে গেলাম, তা বাবা-— আমি বঙ্গাম—বাদ দে । গুরুজনদের কথায় দুঃখু করতে নেই। —বাৰা বোঝেন না। একট। হাতঘড়ি থাকলে আমাকে কেমন মানাতে । —এর পর কিনে পরিস। নে এখন । দিন চলে খেতে লাগলো। দেখতে দেধতে বিশ বছর কেটে গেল। • পাচশ বছর কেটে গেল। তখনকার বালক এখন ৰৌবনের সীমা পায় হতে চলেছে।