পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুক্তপুরুষ হরিদাস এটি মুক্তপুরুষ হরিদ্বাসের জীবনী । হরিদ্বাগ চক্ৰবৰ্ত্তী বি এ, বি-টি এখানকার স্কুলে অনেকদিন ধরিয়া মাস্টারি করিতেছেন। সম্প্রতি মুশকিল হইয়াছে এই ষে, একে দিনে রাতে চোখের অস্ত্রখে তিনি রীতিমত ভূগিতেছেন, তাহার উপর হেডমাস্টারের কড়া তাগাদ-হাফ-ইয়ারলির খাতাগুলো আর ক'দিন ফেলে রাখবেন মশাই ? সব মাস্টারদের খাতা দেওয়া হয়ে গেল, আর আপনি ফাইভ উইক্স্ খাতা নিয়ে বসে আছেন—একখানাও দেখলেন না—এতে ক’রে স্কুলের কাজের যথেষ্ট ক্ষতি হচ্চে । হরিদাস বাবু বিনীত ভাবে বলিলেন—চেষ্টা তো করচি স্তর, চোখের জন্তে পড়তে পাচ্চি না, দিচ্চি যত শীগগির হয়— 啤 আবার তিন দিন গেল। আবার হেডমাস্টার কড়া তাগাদা দেন–কি মশাই , এখনো আপনি খাত দিচ্চেন না ? —ফিচ্চি স্তর, আর দু-পাঁচটা দিন— না মশাই, তা হবে না। আপনি পরশু নিশ্চয় খাতা দেবেন, নয়তো স্টেপ নিতে বাধ্য হবে। আমি কোনো আনপ্লেজ্যান্ট ব্যাপার করতে চাই নে, কিন্তু— তার উপর বাড়ীতে একপাল ছেলেমেয়ে দিনরাত খাই খাই করিতেছে, তাহাজের খাওয়ার স্বাকাজ মিটাইতে পারে, ত্ৰিভুবনে হেন বাপ-মা আজও জন্মগ্রহণ করে নাই। সামান্ত বিয়াল্লিশ টাকা বেতনের স্কুল মাস্টার হরিদাস বাৰু এই যুদ্ধের বাজারে আর কত খাওয়ানোর ব্যবস্থা করিতে পারেন । খাত একটি গাদা। সকালে উঠিয়া টিউশনি করিতেই সময় কাটিয়া যায়, বন্ধু-বান্ধবের সঙ্গে একটা কথাবার্তা বলিবার পর্যন্ত সময় হয় না। বাজার করিতে হয় টিউশনি করিয়া ফিরিবার পথে। বাড়ীতে গিয়াই শুনিতে হয়, গিমি বলিয়া বসেন, আজ একখানা শাড়ী স্তাখো, যেখানেই হোক, মেয়েটা কি স্তাংটো হয়ে থাকবে ? তোমার না হয় গা হিম ক’রে বসে থাকলে চলে, আমার তো তা চলে না ? . কাপড় কোথা হইতে আসে সে জ্ঞান ৰঞ্জি বাড়ীর মেয়েদের থাকিত । তাহা ছাড়া ছু-এক মাস হয়, লোকে পারে। এই ব্যাপার চলিতেছে কি আজ ? কতকাল হইতে এই অবস্থায় তিনি কালৰাপন করিতেছেন বা আরও কতকাল করিতে হইবে, তাহা কে জানে ? কিন্তু উপায় কি ? উপায়ও তো কিছুই দেখেন না। এই সময় আর একদিন হেডমাস্টারের কড়া কথা শুনিতে হইলে, পরীক্ষার খাতা ভাল TDD DD DD D EBB BBB S BBBBB BBBBSBBBBS B BDD BBB দেখে ঐ ওতে ছেলেদের কি স্ববিধে হবে মশাই ? আপনি আজকাল কাজে বড় অমনোৰোগী হয়েচেন, খাতাগুলো ফেরৎ নিয়ে স্বান, ওতে কাজ চলবে না ।