পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 е е বিভূতি-রচনাবলী গেল—তিন মাইল দূর গিয়ে জঙ্গলের পথে দেখলে এক আশ্চর্ঘ্য দৃপ্ত। মিঃ শৰ্থ হেঁটে আসছেন, সঙ্গে একজন লোক তার সাইকেল ঠেলে নিয়ে আসচে, উার চারিধারে ঘিরে লাভআট জন কংগ্রেণী পুলিশ। সাহেব লরি থামিয়ে দিলে দলের সামনে । জিজ্ঞেস করলে— কি ব্যাপার মিঃ শৰ্ম্ম ? 曾 बिः नईग्नि ७iन शंzछ वTां८७छ वैiथां । पूंग्निरग्न पृफ़िरब्र शंकँदछन । लिनि षां बद्दल्लन তার ভাৰাৰ্থ এই যে, পাথরবাসার কুলিদের সর্দার তাকে আক্রমণ ক’রে টাকা ছিনিয়ে নিতে চেষ্টা করে। তারা বলে, সাদা ভূতের রাজত্ব শেষ হয়েচে। ওদের টাকা এখন আমাদের। নাও টাকা কেড়ে । শেষ ক'রে দাও এ কুকুরটাকে । মিঃ শৰ্ম্ম ধ্বস্তাধস্তি করতে গিয়ে হাতে পায়ে আঘাত পান। মারাই পড়তেন, ঠিক এই সময় এরা এসে পড়েন । তাই— সাহেব বল্পে—এরা কে ? ওদের মধ্যে একজন সাহেবকে উত্তর দিলে—কংগ্রেস বিদ্বৎ-বাহিনীর লোক— • আর একজন বঙ্গে—আমাদের এলাকার মধ্যে কোনো অরাজকতা হতে দেবো না— · সাহেব বল্পে-টাকা ঠিক আছে মিঃ শৰ্ম্মা ? —পাই পয়সা । মিঃ শৰ্ম্ম খুব ভালো আর প্রভুভক্ত লোক। সাহেব তাকে বিশ্বাসও করতে যথেষ্ট, কিন্তু এসময় শুধু বিশ্বাস নয়, ওঁর ওপর সম্পূর্ণরূপে বিশ্বাস করতে হয়েছিল সাহেবকে। কোনো দিক থেকে একটা আলু কি এক ছটাক চালও ৰোগাড় করা সম্ভব হ’ত না মিঃ শৰ্ম্মার সাহায্য ছাড়া । সমস্ত জনমজুর চলে গেল, মোটরের ড্রাইভার চলে গেল, মেম সাহেব ও ভার দুই মেয়ে নিজেরা বড় বড় তিনটে মূলতানী গরুকে বিচিলি কেটে খাইয়েচে, নিজেরা দুধ ছয়েচে— নয়তো গরুগুলো ওই ধাক্কাতে না খেয়েই মারা পড়তে । একমাস। ছ'মাস । তারপর সব ঠিক হয়ে গেল। এলিশাবা কুই ধরা পড়লেন বাগুণ্ডার ঘাটোয়ালী কাছারীতে। দলবল কিছু পুলিশের সঙ্গে সংঘর্বে প্রাণ হারালো, কিছু স্বন্দরগড় স্টেটের অরণ্যভূভাগে গা ঢাকা দিলে। সেই এলিশাবা কুই। আমার বাংলোর সামনেই মোটর থামিয়ে ওঁকে এবং বাকী সকলকে নামতে আছুরোধ করলাম। কিছু না, সামান্ত একটু চা। আমার বাড়ীতে অনেকগুলি মেয়ে এসে জুটেছিলেন BBBBS BBB BBBD DDD DD DDBS DD BBBS DD DDD DDB DDS তারপর মেয়েরা হাত ধরে ওঁকে অঙ্গরে নিয়ে গেলেন ।

  • জনৈক কংগ্রেস-কৰ্ম্মী বরেন—বেশিক্ষণ দেরি করতে পারা বাবে না মশাই, পাঁচটায় আমাদের মিটিং আছে—ওঁকে নিয়ে যেতে হবে । -वछ नैनं निंब एइ ८छ्रफ़ ८ष७ब्रां एव ।