পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•8 বিভূতি-রচনাবলী । ঝটপট করে সামনের রাস্তার ওপর থেকে উড়ে গেল; দেখতাম ময়ূর রাস্ত পার হয়ে এদিকের বন থেকে ওদিকের বনে যাচ্ছে। দেখতাম দু-একটা কোংরা সরু সরু পায়ে ভর দিয়ে পালাচ্ছে, কিন্তু কোন হিংস্ৰ জানোয়ার চোখে পড়ে নি। " দিন পনেরো কাটলে । •• ছপুরবেলা একদিন পাহাড়ের নিচে তেপায়ার ওপর টেবিল বসিয়ে জরীপের নক্সা দেখচি, এমন সময়ে কোথা থেকে একখানা পাথর গড়িয়ে এসে পায়ে বিষম চোট লাগলো। ছুটো জাঙল ছেচে রক্ত পড়তে লাগলো। আমি দু'হাতে পা চেপে ধরে তখুনি বলে পড়লাম— ট্রাড়াবার ক্ষমতা রইল না । কিছুদূরে কুলির কাজ করছিল, ওরা ছুটে এল । ওদের মধ্যে একটি মেয়ে তাড়াতাড়ি নিজের শাড়ীর আঁচল ছিড়ে আমার পা বেঁধে দিলে। মাiম সেখান থেকে উঠতেই পারলাম না, যখন অতি কষ্টে উঠলাম তখন দেখি সাইকেল চালিয়ে যাবার ক্ষমতা হারিয়েছি । বেলা গেল, সূৰ্য্য চলে পড়লো বনের ওপারে । সেটা ছিল মাঘ মাসের মাঝামাঝি, শীতও ভেমনি নামলো সেদিন স্বৰ্য্য বিদায় নেবার সঙ্গে সঙ্গেই । মহাবিপদে পড়ে গেলাম। কুলির দল তো আর একটু পরেই পালাবে। বনবিভাগের লোকেরা আমাকে সহানুভূতির চক্ষে দেখে না নিকোডিমের ভয়ে। ওদের তাবুতে আমার প্রবেশ নিষেধ । আমি এখন যাই কোথায় ? • কুলির কাজ শেষ ক'রে দলে দলে পাহাড়ের ওপরের রাস্তা বেয়ে বলিব গ্রামের দিকে চললো। আমার অবস্থা কি তা অনেকেই জানে না। কাকে বা বোঝাই, কি বা বলি । হো ভাষা তেমন আয়ত্ত করতে পারি নি, দু'একটি কথা ছাড়া। এমন সময়ে সেই কুলির দল আমার সামনে দিয়ে নীচে থেকে ওপরে উঠচে । কাজ করতে করতে ওরা রাস্তার নীচের দিকে নেমে গিয়েছিল । আমার কাছে যখন দলটি পোঁচেছে, তখন একটি মেয়ে দল ছেড়ে দিয়ে আমার সামনে এসে দাড়াল। চেয়ে দেখলাম ওর দিকে, এই মেয়েটিই আমার পায়ে ওর শাড়ীর আঁচল ছিড়ে বেঁধে দিয়েছিল। আরও জাষার মনে হ’ল নিকোডিম সেদিন একেই ধাক্কা মেরেছিল। যখন ও জামায় পায়ে ওর শাড়ীর আঁচল ছিড়ে বাধে, তখন যন্ত্ৰণার চোটে কারো মুখ ভালো-ক'রে দেখবার অবস্থা ছিল न चांशांद्म । एठंन ििन नि । ও বল্লে-জু (পে ? আমি ঘাড় নেড়ে বঙ্গাম, বুঝি নে ও কথা। হাত দিয়ে দেখলাম পায়ের স্বা। ওর মুখের দিকে চেয়ে ইজিতে বুঝিয়ে দিলাম আমি সাইকেলে উঠতে পারবে না। পায়ে ব্যথা ।

  • এতদিন পরেও একটা কথা আমার মনে আছে, মেয়েটির বড় বড় কালো চোখের সে অনুভ দেহ ও সহাহভূতি ভরা চাউনি। সে-চাউনি কখনো স্থলবে না। আমি এদের কাছে আশা করি নি এয়ৰৰ চাউনি। কেন না বাংলাদেশ থেকে নতুন এসেছিলাম, বস্ত জাতির মাছৰই না,