পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুখোশ ও মুখঞ্জী ૨૦૧, জনাবগুৰু ক্রিয়াপদ। শুধু ‘বলিব বঙ্গেই হ’ল। বুঝলে ? এরপর ওরকম আর বলবে না | মাক হো আমার বৈয়াকরণিক আলোচনা বুঝলে না। না বুঝেই বিজ্ঞভাবে ঘাড় নাড়তে লাগলো। হিন্দিতে বল্লাম—চম্পু তোমার মেয়ে ? —না। ওর কেউ নেই কেবল এক বুড়ি দিদিমা ছাড়া। এ গায়ে ওদের বাড়ীও" নয়। করমপজা থেকে এলেচে । —বড় তাল মেয়ে । —সবাই ওকে ভালো বলে । চম্পু মাক হোকে কি বলে। মাক আমার দিকে চেয়ে বল্লে--চম্পু বলচে এ গায়ে তোমাকে কিছুদিন থাকতে হবে । —ওকে বলো, এখানে দেখবে কে ? —চম্পু বলচে, ও দেখবে। —আমাকে রোধে খাওয়াবে ? —বলচে বা কিছু দরকার সব করবে ! শোনো তোমায় বলচে এখন ঘুমিয়ে পড়ে। আমরা যাই । কাল সকালে তোমার পায়ে ওষুধ বেটে দেবে বলচে । —আমি চম্পৃকে ধন্যবাদ দিচ্চি। ও আমার বোনের মত। —ও বলচে, তুমিই ওকে নিকোডিমের হাত থেকে বাচিয়েচ। —বলে, সে আমার কর্তব্য কাজ। করা উচিত তাই করেচি । —চম্পু বলচে, কোনো ভয় লেই তোমার। তোমার পা ও সারিয়ে দেবে। তুমি যতদিন সেরে না ওঠে, নির্ভাবনায় এখানে থাকে। তোমার কর্তব্য তুমি করেচ, ওর কর্তব্য ও করবে । সেই রাত্রিটির কথা আজও ভুলি নি । ওরা চলে গেল। আমি এক গুয়ে রইলাম। নতুন জায়গা, বনের মধ্যে গ্রাম। দরজার কপাট নেই। নানারকম শব্দ বনের মধ্যে সারা রাত, গ্রামের অদূরেই নিবিড় অরণ্য। বস্তকুকুটের ডাক শুনচি, কোংরা ডাকছে, ঘুম আর আমার আসে না। ঘরের পেছনে খলখল শব্দ হয়, আমি আমনি চমকে উঠে ভাবি এ বোধ হয় ভালুকের পায়ের শত্ম। গভীর রাত্রে দূরে দূরে কোথায় বস্ত হস্তীর বৃংহিত কানে গেল। কত রকম ভয়ে ষে রাত কাটলৌ-খুমিয়ে পড়লাম একেবারে ভোরবেলা। জেগে উঠে দেখি রোজ উঠে বেশ বেলা হয়েছে, চম্প এলে ডেকে উঠিয়েচে, বিছানার পাশেই সে দাড়িয়ে, হাতে ওষুধ বাট । ও আমার পা বেশ ভাল ক’রে টিপে টিপে দেখলে। একবার জোর করে *ि*८ष्ठ जांत्रेि ৰাণায় উঃ ক’রে উঠলাম। আমার মুখের দিকে চেয়ে বয়ে—জুম্পে ? পরে জেনেছিলাম এর মানে—পায়ে লাগচে ।