পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৬ বিভূতি-রচনাবলী কাজের পরামর্শ নিতে। একদিন যার পরামর্শ ভিন্ন এ শহরের লোকের চলতো না, আজ তাকে বাদ দিয়েও লোকের দিব্যি চলচে । 藝 রামজয় বাড়ুৰ্য্যে মারা গিয়েচেন, রায়বাহাদুরের সমসাময়িক উকীলদের মধ্যে দু-একজন মাত্র জীবিত আছেন । নীলমণিবাবুও কোর্টে যাওয়া প্রায় ছেড়ে দিয়েচেনন তবে ছড়ি ঘুরিয়ে এখনও ভ্রমণে বার হয়ে থাকেন সেকালের মত। চৈত্র মাসের প্রথমে এবার আমি অনেকদিন পরে মহকুমার শহরে গেলাম। তখন শহরে জেলার ছাত্র-সম্মেলন হবার বিরাট তোড়জোড় চলচে । একদিন সকালে নীলমণিবাৰুর সঙ্গে দেখ রাস্তায়। বৃদ্ধ ছড়ি ঘুরিয়ে পথে চলেচেন আগেকার মতই। আগেকার স্বচেহারা আর নেই, প্রায় সত্তরের কাছাকাছি বয়স হ’ল, জরার অধিকারের চিহ্ন সারাদেহে । আমি কথা বঙ্গেও উনি কথা বলবেন না জানি, কারণ আমি ছেলে খেপিয়ে বেড়াই উনি জানেন এবং বোধ হয় সেজন্যেই আমায় পছন্দ করেন না । পাশ কাটিয়ে চলে গেলেন কিন্তু কোনো কথা বজেন না আমার সঙ্গে। আমার সামনে এসে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন। । ছাত্রের দল আমার কাছে এল ওদের সম্মেলন সম্বন্ধে পরামর্শ করতে। আমি তাদের বল্লাম, আমার অনুরোধ এবার নীলমণি বাবুকে সম্মেলনের সভাপতি করতে হবে। ভারা বঙ্গে—আপনি কি বলচেন ? উনি সভাপতি হ’লে লোকে কি বলবে ? —ৰে যাই বলুক, তোমরা ও কেই সভাপতি করে। উনি আর ক'দিন ? অনেক কিছু উনি করেচেন একসময়ে এই শহরের জন্তে । সে সব আজ লোকে ভুলে গিয়েচে । ওর সম্মান ওকে দাও । এ কথা তোমাদের রাখতেই হবে । বহুকষ্টে ওদের রাজি করিয়ে রায়বাহাদুরের কাছে আমি নিজে ওদের নিয়ে গেলাম । সন্ধ্যাৰেলা। রায়বাহাদুর বৈঠকখানায় বসে ওর মূহুরি জীবন চৌধুরীর সঙ্গে কথা বলছিলেন, আমি গিয়ে দোরের কাছে দাড়াতেই বল্পেন—কে ? —আজে, কাকাবাবু আমি । —ও, এলো। কি মনে ক’রে ? আমার ইঙ্গিতে হাজের দল এগিয়ে এসে দোরের কাছে দাড়ালে। তারপর ঘরে ঢুকে রায়বাহাদুরের পায়ে হাত দিয়ে এরা প্রণাম করলে। বিস্থিত রায়বাহাদুর কিছু বলবার পূৰ্ব্বে DBB BBBS BBBBS BBS BBBB BB BBCTS BD DD BBBBB BBBS অধিবেশন হৰে কাল এখানে—আপনার কাছে আসতে তো সাহসই করছিল না, আমি ওদের ৰাম—চলো নিয়ে যাচ্চি, কোন ভয় নেই, তিনি ছাড়া উপযুক্ত লোক আর আছেই বা কে এখানে ? তাই এরা এসেচে, আপনাকে কাল ওদের সম্মেলনে প্রিজাইভ করতে হৰে । আপনাকে রাজি হতেই হবে, নিরাশ করবেন না। আমি জানি আপনি খুৰ বিজি লোক, কিন্তু এদেরও তো একটা দাৰি আছে আপনার ওপর— ब्राङ्गदांशकृद्र छबकिङ, बच्छूिठ ७ खक एछ cशरणन । किडूक्4 cषन उँीव्र ऋष कष बांद्र হ’ল না। 歇