পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

め|ノ● গ্রন্থের শ্রেষ্ঠ গল্প যাচাই’। নেহরু অভিনন্দন গ্রন্থে ইংরাজি অনুবাদে মূদ্রিত হয়। গ্রামের চিরন্তন পরিবেশূে স্বামীহীনা ননীবালা পুত্র স্বরেশকে নিয়ে একুশ বৎসর পরে ফিরে প্রতিমুহূৰ্ত্তে স্থতির পীড়নে স্বামীবিরহে ম্ৰিয়মাণ। ধীরে ধীরে গল্পটি ক্লাইম্যাক্সে শেষ হয়। দীর্ঘজীবী চাটুজ্যে মশায়ের স্ত্রীপুত্র থাকতেও* নিঃসঙ্গ অনাথ জীবন। তুলনা করে ননীবালা অবশেষে শাস্তি পান যে ভালই হয়েছে, তিনি ‘সহমানে চলে গেছেন। শেষের তো এই শেষ ? মধুক্ষরা লেখনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের । মস্তিষ্কের শ্রম নেই, অথচ হৃদয় ভরে ওঠে। শারীরিক স্বাচ্ছন্দোর আস্বাদ যেমন মোলায়েম রেশমের স্পর্শে, তেমনি স্বকোমল নিবিড় স্বস্তি পাই আমরা বিভূতিভূষণের সাহিত্যল্লোকে। সাহিত্য এখানে আনন্দবাহক বাস্তব অনুভূতি । অনেকদিনের চেনা, অনেকদিনের পড়া একত্রিত করে যৎকিঞ্চিৎ আলোচনার এই অক্ষম প্রয়াস আমার ভূমিকা লেখা নয়—সেই অসাধারণ প্রতিভাধরের উদ্দেশে আন্তরিক শ্ৰদ্ধাঞ্জলি । वांर्टी ज्ञाष्ट्र वि. ब्र-०९ङ्कविर्क ७