পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীলগঞ্জের ফালমন সাহেব See লোকটা পশ্চিমদিকে ৰাইভেছে দেখিয়া বলিলাষ--ওদিকে কোথায় যাচ্চো ইস্টেশানের কাছে ৰে জমি—কৃপালনী কলোনি— —ইটিশানের কাছে কোনো জমি নেই বাৰু। —আলবৎ আছে । তুমি কোনো খবর রাখো না । —না বাৰু, কোনো জমি নেই ওদিকে । —শোনো। ইন্টিশানের গায়ে। কাগজে ষে জমির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। পঞ্চাশ টাকা খরচ করে নাম রেজেক্ট করতে বলা হয়েছিল ৰে জমির জন্তে। আমি নাম রেজেক্ট্রি করে রেখেছি—রসিদ্ধ আছে পকেটে— SAMSDBS DBBB ggDD DDD D BBB BBS BB BB BB BBBS DDD সন্ধান জানি না। কালও তো এক বাৰু এসেছিলেন, তিনিও নাম রিজিস্টারি করে নিয়ে গেলেন । -জমি দেখেন নি ? —না। ডাক্তারবাবু বলেন, জমি দেখে যাবেন সামনের রবিবারে । & —বেশ, আমার নিয়ে চলো— —কি বলে আবার ? —আপনি জমি দেখতে চান ? —কি বলে আবোল-তাবোল । জমি দেখবো না তো কি ? —আপনি এখানে দাড়ান। আমি জিজ্ঞেস করে আসি । আমি বিরক্ত হইয়া নিজেই আৰাঁর ডাক্তারবাবুর কাছে গেলাম। বলিলাম—আপনার চাকর জানে না আমাকে কোথায় নিয়ে যেতে হবে । এবার ডাক্তারবাৰু দেখিলাম, আর একজন ভদ্রলোকের সঙ্গে কথা কহিতেছেন। তিনিও জমির জঙ্গই আসিয়াছেন মনে হইল। কারণ তিনি পকেট হইতে টাকা ৰাহির করিয়া নাম রেজেক্টি করিলেন। ভাক্তারবাৰু রসিদ্ধ কাটিয়া দিলেন দেখিলাম। লোকটির সঙ্গে জাৱে৷ কি কথা হইয়াছে জানি না, ভূটাকা দিয়া রসিদ লইয়া লোকটা চলিয়া গেল। আমাকে ডাক্তারবাৰুবলিলেন–জমি দেখবেন । আচ্ছ, চলুন আমিই ৰাচ্ছি। পরে জামাকে স্বৰ্গন্ধময় জল-ভত্তি নালা, কচুৰন, ভাঙা চালাধর প্রভৃতির পাশ দিয়া কোথায় কোন অনির্দেষ্ট রহস্তের দিকে লইয়া বাইতে লাগিলেন, তিনিই জানেন। জানি একবার ক্ষীণ প্রতিবাদ করিবার চেষ্টা করিলাম। তিনি বোধ হয় তুলিয়া বাইতেছেন, এ জায়গাটি স্টেশনের খুব কাছে। স্টেশনের সংলগ্ন বলিয়া বিজ্ঞাপনে আছে— ভাঞ্জাৱৰাৰু আমার দিকে কটমট দৃষ্টিতে চাহিয়া বলিলেন—আপনার তো আইডিয়৷ cदषहि ८बन । cन नन-नरणधं बांटन कि ७८कबांरब्र ८कोब्रगेंद्र श्डेला नब ििहेषबब मात्र श्रव মশাই ?