পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

వely বিভূতি-রচনাবলী বলিতে পারিভাম, ‘সংলগ্ন বলিতে দুই মাইল দূরবত্তাই কি বোঝায় ? কিন্তু না, দরকার নাই। পূৰ্ব্ববঙ্গের অসহায় হিন্দু আমি, এখানকার জমির মালিকের সঙ্গে অনর্থক ঝগড়া কবি না। স্থান পাওয়া লইয়া কথা। চটিয়া গেলে জমি না দিতেও তো পারে। বিনীতভাবে বলিলাম—কলোনি কতদূর । —মাইলথানেক দূরে । বিস্থিত হইয়া বলিলাম—বলেন কি ! তবে সাড়ে তিন মাইল দূর পড়লো স্টেশন থেকে। এর নাম ‘সংলগ্ন' ? এ তো কখনো শুনিনি— ডাক্তারবাৰু থমকিয়া দাড়াইয় গেলেন। বলিলেন—ন শুনেচেন কি করবো ? কিন্তু আপনাকে বলচি, কলোনির এক ইঞ্চি জমি পড়ে থাকবে না। সব নামে-নামে রেজেষ্ট্রি হয়ে যাচ্চে । আপনার ইচ্ছে হয়, না নেবেন । তবে কি দেখতে যাবেন, না, দেখবেন F1 『 & —চলুন যাই । t পকেট হইতে একগোছ চিঠি বাহির করিয়া ডাক্তারবাৰু আমার নাকের কাছে ধরিয়া বলিলেন—এই দেখুন। মনি অর্ডারে টাকা আসচে অফিসে, রোজ একগোছা চিঠি আসচে, আপনি দেখুন না মশাই। না দেখলে ঠকবেন এর পরে। তবে আপনি না নিলে জোর করে ভো আপনাকে দেওয়া হবে ন!— রাস্তায় ভীষণ কাদ। একটা গোয়ালা-পাড়ার ভিতর দিয়া যাইতেছিলাম, মহিষ ও , গরুর বাথান চারিদিকে। অত্যন্ত দুৰ্গন্ধ বাতাসে। ইহাতে মশা বিন-বিন করিতেছে। খানিকদূর গিয়া একটা অবাঙালী কুলি বস্তি, যেমন নোংরা, তেমনি ঘিঞ্জি। তারপরে আবার জঙ্গল বাশবন আর ডোবা । মাইলথানেক দূরে জঙ্গলের একপাশে রাস্তার ধারে একটা টিনের সাইনবোর্ড বড়-বড় করিয়া লেখা আছে—“আচাৰ্য্য কৃপালনী কলোনি’ । এখানে আসিয়া ভাক্তারবাৰু দাড়াইলেন। সামনের দিকে হাত দিয়া দেখাইয়া বলিলেন— હરે চারিদিক চাহিয়া চুপ করিয়া দাড়াইয়া রছিলাম। বিস্ময়বোধের শক্তিও ৰেন হারাইয়৷ ফেলিয়াছি। ইহারই নাম, আচাৰ্য্য কৃপালন কলোনি । এই সেই বন্ধ-বিজ্ঞাপিত ভূখণ্ড । কোথায় ইহার পাদদেশ ধোঁড করিয়া গঙ্গা প্রবাহিত হইতেছে ? কোথায় স্বন্দর প্রাকৃতিক দৃত । পঞ্চাশফুট চওড়া রাস্ত, ইলেকট্রিক আলো, জলের কল প্রভৃতি ছবির সঙ্গে এই অন্ধকার বাশবন, কচুবন আর মশাভর ডোবার খাপ খাওয়াইতে অনেক চেষ্টা করিলাম ; মনকে অনেক বুঝাইলাম, রাসবিহারী অ্যাভিনিউ কি ছিল ? অমুক কি ছিল ? কিন্তু পারিয়া উঠিলাম না। BDS DBS gBB DDSBBB B BBDD S BB BBS BBDDS DDD DBBB BB BBS ভুলিয়া দাড়াইয়া আছে ৰনকচুর ঝাড় । ८ण कष बजिब्रां जांछ नोहे ।