পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8७ বিভূতি-রচনাবলী কাছারির সামনে ভিড় কোরো না- হাকিম চটবেন—ৰাও এখন- এখানে কি ঠাকুর উঠেছে ? হিসাব করিয়া যড়ানন বকৃলি সাহেবকে জানাইল, এই মামলায় এ পর্যন্ত সাতশো সাড়েসাতশো টাকা খরচ হইয়া গিয়াছে। সাহেব বলিলেন-আচ্ছা ষা, মাপ করলাম। নায়েববাবু মামলা মিটিয়ে নেবেন। যড়ানন বকৃসি বলিল—খরচার টাকা ? —ওঁর সঙ্গে না হয় বড় করি নেবেন । তবে বলে দিন আবার কুঠতে গিয়ে নাকে খত দিতি হবে ওকে । নইলে আমি ওকে ছাড়বে না। ও নাকে খত দিতে রাজী কিনা ? মুকুন্দ বিশ্বাস খুব রাজী। সে এখনি নাকে খত দিতে প্রস্তুত আছে। সাহেবের আশ্বাস পাইয়া সে চলিয়া গেল । সেবার শীতকালের মাঝামাঝি মিসেস্ ফালমন্‌ লিভারের অস্বথে ভুগিয়া কলিকাতার হাসপাতালে মারা গেলেন। দিন-সাতেক পরে নীলগঞ্জের চারিপাশের পাঁচ ছয় খানি গ্রামের সন্ত্রাস্ত ব্ৰাহ্মণ গৃহক্টদিগের কাছে তাহাঁদের মত জিজ্ঞাসা করা হইল-- মেম সাহেবের অক্সিরি মঙ্গল কামনায় যদি ব্রাহ্মণ-ভোজনের ব্যবস্থা হয়, তাহারা খাইবেন কিনা। তখনকার দিনে এসব ধরনের খাওয়ায় সামাজিক কড়াকড়ি অনেক বেশী ছিল, কিন্তু ব্ৰাহ্মণদের রাজী না হইয়া এক্ষেত্রে উপায় ছিল না। সাহেবকে চটাইতে কেহই রাজী নয়। নীলগঞ্জের কাছারি ঘরের সামনে তুততলায় দু'দিন ধরিয়া কালী ময়রা সন্দেশ, বোৰে পানতুয়া ভিয়ান করিল। কাছারি বাড়ীর হলে ব্রাহ্মণ-ভোজনের যে বিরাট ব্যবস্থা হইয়াছিল, ও অঞ্চলে সে রকম খাওয়ানো কখনো কেহ দেখে নাই। ফালমন সাহেব কুঠীর গেটে নিজে দাড়াইয়া প্রত্যেককে বলিতেছিলেন-পেট আপনাদের ভরেছে । কষ্ট দেলাম আপনাদের এনে ? কিছু মনে করবেন না— আমিও সে দলে ছিলাম, তখন স্কুলের বালক, ভূরিভোজন করিয়া বাহির হইয়। আসিতেছিলাম । দীর্ঘাকৃতি ফালমন সাহেবের সে বিনীত মূখভাব, সৌজন্তপূর্ণ সহৃদয় দৃষ্টি এখনো মনে আছে। মানবতার উদার গতিপথের পার্থে অবস্থিত এই ছবিখানি আজিকার এই হিংসা দ্বেষ ও সাম্প্রতিক ধর্মমতের দ্বন্দ্বের দিনে বেশী করিয়া স্মরণে উদিত হয়। বারোয়ারি ধাত্রার আসরে ফালমন সাহেব সকলের সামনের চেয়ার পাতিয়া বসিতেন । शांबी शां८मग्न अशन उख छूमॆि cार्थी शॉइं७ न । —ও বেয়ালাদার, একটা এ'কালে গৎ ধরে বাবা-জুড়িদের এগিয়ে দাও— সাহেবের ফাইফরমাশ খাটিতে থাটিতে যাত্রাঙ্গলের গাইয়ে-বাজিয়ে ব্যতিব্যস্ত। আর কৃষ্ণ সাজিয়া জালিয়া গান ধরিলেই হইল, অমনি মেডেল ঘোষণা । সাহেব দাড়াইয়া উঠিয়া বলিবেনই—এই যে ছোড়াডা কষ্ট লেজে এসে গানখানা করে গেল, ওরে আমি একটা রূপোর মেডেল দেবো। কথা শেষ করিয়াই চারিদিকে ঘুরিয়া খুরিয়া शनिबूष कांश्ब्रि बजिएउम-शंउज्रांजि-शउष्ठांनि