পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীলগঞ্জের ফালমন্‌ সাহেব २५>> —বাবু আম্বন, বড্ড জর এয়েল দুপুর বেলা। আজ আর হাটে যেতে পারিনি। চটখানা মুড়ি দিয়ে পড়ে আছি।, —তোমাকে এলাম একবার সাবধান করে দিতে। বাইরে এরকম শোয় ঠিক না। কাল তো আমার বাড়ীর পেছনের বাগানে বাঘ ডেকেছে। তোমার ঘর আরও বনের 穹乙町一 —বাবু, কিছু হবে না। বাঘে মোদের কি করবে ? ও ভয় নেই মোরে। তা থাকলি কি আর বারোমাস এই ফাকা জায়গায় শুতি পারি। ও মোদের সয়ে গিয়েচে । ভয় ডর থাকলি কি মোঙ্গের চলে ? একদিন পরের কথা । সকালবেলা হৈ হৈ ব্যাপার। সবাই ছুটচে ওপাড়ার দিকে । বরে বাগদিনীকে নাকি শেষরীতে বাঘে মেরেচে। সঠিক খবর কেউ দিতে পারে না । ” ব্যাপার কি দেখবার জন্য ছুটলাম ওপাড়ার দিকে । & গিয়ে দেখি বরো বাগদিনীয় ঘরের উঠোনে লোকে লোকfরণ্য। বরো বাগদিনীর গলা সকলকে ছাপিয়ে উঠেছে । সে হাত-পা নেড়ে কি একটা বর্ণনা করচে সকলের সামনে । আর সেই জনমণ্ডলীর মাঝখানে বরো বাগদিনীর দাওয়ার ঠিক সামনের উঠানে একটা বড় গুল-বাঘ মৃত অবস্থtয় পড়ে আছে। বরে বাগদিনী নাকি বাঘটাকে গত শেষরাতে কাস্তে বঁটি দিয়ে মেরেচে। জিগ্যেস করলাম-কাস্তে বঁটি দিয়ে অত:বড় বাঘটাকে—? তখন বরে! আবার আমার দিকে ফিরে তার কাহিনী গোড়া থেকে শুরু করলে। সত্যিই সে বাঘট| মেরেচে এবং বঁটি দিয়ে মেরেচে। শেযরাত্রে বাঘট ওর ঘরের পেছনে এসে হাক পাড়ে। বরোর ছেলে ঘর থেকে ভয়ে চীৎকার করে উঠতেই বরোর ঘুম ভেঙে যায় । ছেলেকে বাধে ধরেচে ভেবে ও দাওয়ার কোণ থেকে কাস্তে বঁটি নিয়ে বাঘের ঘাড়ে পড়ে। বাঘ আসলে তখন ধরেচে ওদের সেই ধাড়ি ছাগলটাকে । অন্ধকারে দেখাই যাচ্ছে না বাঘে ছাগল ধরেচে না ছেলে ধরেচে। কাস্তে বঁট দিয়ে বাঘের ঘাড়ে মীয়া হয়ে নির্ঘাত ঘ DDD BB BB BB BBDD DD DD BB DD DDB BBB BBS gD DD DS বাগজিনীর বর্ণনা। ভিড়ের মধ্যে মুখুধ্যে কাকা ছিলেন, তিনি বললেন—তোর একটুও ভয় করলে না ওর সামনে খেতে ! বরে বললে—মোর কি তখন জ্ঞান ছিল, দাদাঠাকুর । মোর আজ ছুদিন জর। ওই উনি ( আমার দিকে আঙুল দিয়ে ) পরশু দেখে গিয়েলেন। বাঘ ধ্যাকোর ধ্যাকোর করে উঠলে তাও শোনলাম জরের ঘোরে, ফ্লোর ছেলে চীৎকার করে উঠলে, তাওঁ শোনলাম। জরের ঘোরে ভাবলাম মোর ছেলেটাকে বাঁধে ধরেচে, তখুনি কাস্তে-বঁটি কোণ থেকে তুলে নিয়ে ছুটে গিয়ে ঝাপিয়ে পড়িছি- মোয় তখন জ্ঞানগম্য নেই-ছেলেকে বাৰে