পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীলগঞ্জের ফালমন্‌ সাহেব Հե-3 कष क् िबजtफ़ ॥-षांe, दाबूझ कांग्छ वाe । আমরা নতুন কিছু ঘটনার সদ্ধান পেয়ে ধারাপাত থেকে মুখ তুলে কান খাড়া ক’রে ছ’চোখ ঠিকরে সোজা হয়ে বসলাম । বাবা বললেন—কি হাজারি, কিসের টাক] বলছিলে ? —ট্যাক এনেলাম । —কিসের টাকা ? তোমরা তো খাজনা কর না। গোপাল গয়লার ভিটের খাজনা মাপ ছিল। —এজে, সে ট্যাক নয়— কথা শেষ করেই হাজারি খুঁড়ি একখানা কালোকিটি ময়ল নেকড়ার পুটুলি খুলে বাবার পায়ের কাছে ঢাললে—একটি রাশ রুপোর টাকা । DBS BBBBS BBDD BB BBBS DD BSBB BBBBS BBBB BBS BBB নাই। গরীব হাজারি খুঁড়ি একটি রাশ নগদ টাকা ঢালচে তার ছেড়া নেকড়ার পুটুলি খুলে। বাবা বললেন-এ কিসের টাকা ? এত টাকা কেন এনেচ ? তুমি পেলে কোথায় ? হাজারি মুখে ঘোমটা টেনে অন্যদিকে মুখ ফিরিয়ে দাড়িয়ে ছিল। বললে—উনি দিয়ে গিয়েছেন। আপনার ছেলে । আপনার কাছে রাখুন। এতক্ষণে আমরা সবাই ব্যাপারটা বুঝলাম । হাজারি টাকাটা গচ্ছিত রাখতে এনেচে বাবার কাছে । বাবা বললেন—টাকাটা আমার কাছে রাখবে ? —হ্যা বাবা । —কত টাকা আছে ? সে বললে—চারশে। আপনি গুনে দেখেন । বভিনাথ কাকা টাকা গুনে দেখলে ঠিক চারশে টাকাই আছে। বাবা বললেন-চারশো টাকা পুরোপুরি রাখতে নেই। এক টাকা কম কি এক টাকা বেশী রাখতে হয়। এক টাকা তুমি নিয়ে যাও। কোথায় এতদিন টাকা রেখেছিলে ? —ম্বটির ভিতর বাবা । —একটা কথা শোনো গয়ঙ্গা-বেী । তুমি গরীব মান্থব, টাকাটা ছুই-এক টাকা করে নিও মা । এতে টাকা খরচ হবে যাবে, অথচ তোমার কোন বড় কাজে আসবে না । -वांव, श्रां★नि श1 वरलम, उiहे कग्नtवा । হাজারি চলে গেল । ৰডিমাখ কাকে বললে দেখলে অম্বিক, খুকড়ির ভেতর থালা মলি ! কে জানতো ৰে ওর ঘরে ঘটর মধ্যে তিনশো চরিশো টাকা আছে ? ৰি-বৃত্তি করে সংসার চালায় এদিকে, আল কাল মাকুৰ চেন1 জায় ।