পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৩১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীলগঞ্জের ফালমন সাহেব ২৮৫ जांबि डांप्क #ांडूद्रबांब्र कांग्रह निरग्न cश्रजांश । नऊँौ* अफ़ श्रब्र #ांबूद्रबांटक यनांब कtग्न জোড়হাতে বললে – আমার উপর কি হুকুম হয়েছে আপনার ? আমি তো আপনাদের চিমিনে —তবে মনে ভাবলাম, ব্রাহ্মণ দেবতা যখন হুকুম করেচেন— মিনিট পনেরোর মধ্যে দেখি সতীশ ঘোষ আমাদের ভেতর-বাড়ীর রোয়াকে বসে কাঠথানেক চি ড়ে-মুড়কি আর আধখানা ঝুনো নারকেল ধ্বংস করচে। ঠাকুরমাকে একটু মিষ্টি কথা বললে আর রক্ষণ নেই। কত প্রজা ৰে ৰিপদে পড়ে এলে ঠাকুরমার মনস্তুষ্টি করে শক্ত শক্ত ৰিপদ পার হয়ে গিয়েচে তার ঠিক নেই। ঠাকুরমার মম অতি সহজেই মিষ্টি কথায় গলে। এদিকে বাব। অত্যন্ত মাতৃভক্ত। ঠাকুরমা বা বলবেন, তাই বেদবাক্য বাবার কাছে । ঠাকুরমা কেবল ভুলবেন না আমাদের কথায় । হাজার মিষ্টি কথা ৰঙ্গে নিয়ে এসে দিকি একটু তেঁতুলছড়া, কি একটু কাল্পন্ধি, কি এক খাবা কুলচুর । উৰ, আসল কাজে ঠিক আছে ঠাকুরমা । ,তার বেলা—এই নব নে, ভাড়ার ঘরের তাকের द्दिक ঘন ঘন আনাগোনা করা হচ্চে কেন ? খবরদার, ভাড়ার ঘরের চৌকাঠে পা দেবে না বলে দিচ্চি— একটু পরে বাবা এলেন। সতীশ ঘোষকে দেখে বললেন—এ কে ?- না; না-তুমি খাও —খাও—উঠতে হবে না। খেয়ে নাও আগে -- ঠাকুরমা বললেন—তুমি খাও বাবা, আমি বলচি । এ হোল সতীশ ঘোষ। হাজারির ছেলে বলাই সঙ্গে করে এনেচে কালোপুর থেকে। —ও বুঝলাম। আচ্ছা, বেলা হয়েচে, আমি চান করে আহ্নিক করে নিই। আহারাদির পর কথাবাৰ্ত্ত হবে। তুমিও গঙ্গায় চান করে এসে। দিব্যি ঘাট, চখ বালি, কোনো অন্ধবিধে হবে না। সতীশ ঘোষ চণ্ডীমণ্ডপে খেয়ে মাছুর পেতে শুয়ে আছে। ঠাকুরমা বললেম-এতটা পথ হেঁটে এসেচ বাবা, একটু জিরিয়ে নাও খেয়েদেয়ে। বিকেলে বাবা সতীশ ঘোষকে বললেন সব কথা। সতীশ অবাক হয়ে বললে—কত টাকা ৰঙ্গলেন ? —চার শো টাকা । —তা জামায় ভাক দেলেন কেন ? - —তাঁর মানে ওর হাতে টাকা দিতে চাইনে ও ছেলেমাস্থ্য, যেমন ওর হাতে টাকা পড়বে, অমনি ওর ভগ্নীপতি শরৎ ঘোষ ওর হাতে থাবা দিয়ে সমস্ত টাকা কেড়ে নেবে। তাকে আমি চিনি, অভাবগ্রস্ত লোক। ও বেচারী মায়ের ধনে বঞ্চিত হয়ে থাকবে । তার চেয়ে আমি তোমার হাতে টাকাটা দিই, তুমি রেখে দাও আপাততঃ, ওকে জানানোর দরকার নেই। DDDB BBB BB BBB BBB BBS BDD DD DDS DDD Dg BBBSCD DD ভগ্নীপতি প্ররোচনা দেবে, বা গিয়ে টাকা নিয়ে জায়। বুঝলে মা ? তুমি টাকাটা রেখে দাও, বলাই সাবলিক হোলে সমস্ত টাকাটা ওর হাতে দিয়ে দেবে। তারপর সে বা হয় কক্ষক