পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৩৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমুসন্ধান סצ9ו স্বামীর জলখাবার ও চা দেন মনোরমা। তালের বড় আর চা । গরম গরম বড়া ভাজেন, আর ভালো ভালো দেখে স্বামীর পাতে তুলে দেন। বাইরে ছেলেরা এসে ডাকে—বাড়ী আছেন স্তার ? নারাণবাবু ব্যস্ত হয়ে ওঠেন। মনোরমা বলেন—বোসো বোসে। অত খাটলে শরীর থাকবে কেন ? একটু বোসো । আর ছু-খানা ভেজে দিই। সেই ছোট ছেলেটি এসে টলতে টলতে নারাণবাবুর পাশে বসে যায়। ওর মুখে তুলে দিয়ে খাওয়ান । নদীতীরে প্রতিদিন একটু করে বেড়াবার অভ্যেস আছে নারাণ মাস্টারের। ইন্দুভূষণ ও আরো দুটি ছেলেকে নিয়ে নক্ষত্র সংস্থান ও জ্যোতিৰ্ব্বিজ্ঞান সম্বন্ধে উপদেশ দিচ্ছেন আজ। ইন্দুভূষণ বলেচে, ভেনাস কোনট স্থার ? নারাপ মাস্টার বলেচেন—গুই বঁাশঝাড়ের মাথার ওপরে—ঐ ছাখো । • —বেশ বড় নক্ষত্ৰ— — ওটিকে নক্ষত্র বলে না। ওটি গ্রহ । সৌর জগতের একটা গ্ৰহ । অন্য অন্য গ্রহগুলির নাম করে তো ? তোরা দেখেচিস শুক্র গ্রহ ? —ঐ বঁশ ঝাড়ের মাথায় ? হঠাৎ সেদিকে দেখা গেল ননীমাধব জলের ধারে ছিপ নিয়ে মাছ ধরচে। ধাপকে দেখে ননীমাধব ততক্ষণ ছিপ গুটিয়ে ফেলে। নারাণ মাস্টার দুঃখিত হন। বলেন—তুই তো আজ ইস্কুলেও যাস নি—অথচ তোর দিদির বাড়ী গিয়েচিস্ শুনলাম বাড়ীতে । ননী চুপ করে রইল। নারাণ মাস্টারের মেয়ের বিয়ে হয়েচে পাশের গ্রামেই। —তোর মীর কাছে বলে এসেছিস দিদির বাড়ী যাচ্চি ? 一娄T11 —কেন মিথ্যে কথা বলতে গেলি ? অমন করে আর কখনো বলবে না। মিথ্যে কথা কারো কাছে কখনো বলবে না । সত্য কথা বলবে, এতে যদি কোনো ক্ষতিও হয়, তাও ভালো। সৰ্ব্বদা মনে রাখবে এটি । কেমন তো ? আচ্ছা বাড়ী যাও। বাড়ীতে মনোরম সন্ধ্যা প্রদীপ দেখিয়ে প্রণাম করলেন। পাশের বাড়ীর গাঙ্গুলি-বোঁও ভদ ঠাকরুণের কাছে সংসারের দুঃখকষ্টের কথা বলেন। শুভদা এসেচেন তেল ধার নিতে। গরীব বিধবা । মনোরম যেটুকু তেল আছে, তার বেশি অংশটা শুভদাকে ঢেলে দিলেন। স্বামীর কথা বলেন ওঁদের কাছে । —এমন লোক যদি দেখে থাকি কখনো পিলি। সংসারের দিকে নজর নেই ; কোনো দিকে নজর নেই। কি নিয়ে যে লোকটা থাকে দিনরাত ! মেয়েটার ওই কষ্ট, তখুনি বলেছিলাম ছোরের কাছে কুটুম্ব করতে নেই। দু-বেলা কথা শুনতে হবে, তখন তা শুনলেন