পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুসন্ধান ৩২৭ মনোরমার শরীর খারাপ। তার জন্তে কিছু ফল নিয়ে আসতে পারলেন না। এক “ দোকানে জোড়া সম্বেশ বিক্রি হচ্চে, চার আনা জোড়া, মনোঃম। এসব খেতে পান না, গরীবের ঘরের স্ত্রী। বড় ইচ্ছে হোল ঐ জোড়া সন্দেশ একখানা নেৰেন। কিন্তু পয়সায় না কুলোনোতে, শুধু হাতে চলে আসেন। মনোরম আগে আগে এসে আগ্রহপূর্ণ ভাবে বাজারের থলি খুলে দেখতেন—জিজ্ঞেস করতেন — কি আনলে দেখি ? আজ তিনি নিরুৎসাহ, মনমরা উদাস। নারাণবাৰু দেখে ব্যথিত হয়ে ওঠেন। বাইরে ছেলেরা এসে ঠিক ডাকে প্রতিদিনের মত। এখন আবার অস্ত ছেলেদের নক্ষত্র বোঝান। ভাবেন ইন্দুভূষণের গাড়ীর চাকায় সেদিন কাদা ছিটকে লাগার দৃপ্ত, সঙ্গে অভিনেত্রী শ্রেণীর একটি মেয়ে। দুঃখ হয় তার । স্বরমাকে নক্ষত্র চেনাচ্ছে ইন্দুভূষণ। ছাদের ওপর অন্ধকার। তারা-ভরা আকাশ । সুরমা বললে –এই সব শিখে কি হবে ? তার চেয়ে চলো— —জানো আমার এক মাস্টার মশাই ছিলেন। তিনি আমার ছেলেবেলায় আমায় এসব চিনিয়ে ছিলেন। তিনি বলতেন, মানুষের দৃষ্টি স্বত প্রসারতা লাভ করবে, ততই সে অমরত্বের সম্মুখীন হবে। মানুষ বড় কিসে? এই বৃহতের সন্ধান—ভূমার সন্ধান সে পেয়েচে বলে— আমার গুরুর এই উপদেশ । —তোমার গুরু কে ? কোথায় থাকেন ? —তুমি তাকে দেখেচ। —দেখেচি কোথায় ? —লে বলবো না। —একদিন তাকে এখানে আনবে ? —আসবেন না তিনি ! জীবনে বৃহতের সদ্ধান তিনিই আমায় দিয়েছিলেন, এতদিন তত বুঝতে পারি নি। কিন্তু আজকাল যেন বেশি করে বুঝচি স্বরম। স্বরমার বিলাসিনী পল্লব গ্রাহী মন এ উক্তির গভীরত্ব বুঝতে পারলে না। সে বললে—চলো নিচে বাই--তোমাকে গান শোনাই। ঠাণ্ডা লাগচে । মাঝে মাঝে তোমার মুখ গভীর দেখি কেন বলে তো । তোমার কি অভাব এখানে ? কোনো অন্ধবিধার মধ্যে কি আমি রেখেচি তোমাকে চলো ! श्ब्रबांब्र गांप्नग्न कषां★ हेमूङ्ष५ चौवtनग्न नखैौद्ध उरु थांबांब्र विश्वउ cशंज । মনোরম শয্যাগত। পুত্রের বিচ্ছেদশোক-কাতর মাতাকে গান্ধন দিতে গিয়ে নারাণবাৰু নিজেই ব্যাকুল হয়ে ওঠেন। ঠিক সেই সময় টেলিগ্রাম এল আলিপুরের জেল হাজত থেকে। র্তায় ছেলে মনীমাধব চুরির চার্বে অভিযুক্ত হয়ে আলিপুরে আছে।