পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৩৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুসন্ধান צטט আজ একটি অসাধারণ ঘটনার কথা বলবো। এ আমার নিজের চোখে দেখা বলেই আপনার কাছে বলবার ইচ্ছেটা বড় প্রবল হয়েচে । আপনি জানেন, আমার বাবা ও কাকা উগাণ্ডা রেলপথ তৈরির সময় থেকে ওদেশে ছিলেন। আমার এক কাকা বেলজিয়ান কঙ্গোতে কমলালেবুর আবাদ করেন, আমার বাবার অনেক আগে থেকে তিনি আছেন সে দেশে, তার চার-পাচটি ছেলে big game hunter | লোহার মত শরীর, অনর্গল সোহালি ভাষা বলতে পারে, সে দেশের নেটিভদের মতই। এসব কথা গল্পের মত শোনাচ্ছে না কি ? কিন্তু ঘর-ভোলা লোকের কাছে এ সব স্বতই গল্প বলে মনে হোক, আমরা জানি বাঙলা দেশের লোক কত দূরে দূরে ছড়িয়ে আছে। আমাদের পৈতৃক বাসভূমি বলগিড়ের কাছে সিমুলিয়া। দশ বছর বয়সে আমি প্রথম নাইরোবি যাই । ভিক্টোরিয়া নয়ান্‌জা হ্রদের তীরবর্তী কামপালা নামক ছোট শহরে সীতানাথ বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রলোক স্কুলমাস্টারী করতেন সে সময়—আমাদের পরিবারের সঙ্গে উার খুব ঘনিষ্ঠত ছিল। সে সময়ে তিনি বিবাহ করেন নি, ছুটি-ছাটাতে নাইরোবিতে আমাদের বাসায় এসে বসতেন। তিনি দিনকতক অামায় ইংরিজি পড়াবার ভারও নিয়েছিলেন । সে সময় ওদেশে জিনিসপত্র খুব সস্তা ছিল— মাংস, দুধ, মাখন, কপি যথেষ্ট পাওয়া যেত। সমগ্র নাইরোবিতে তিন ঘর বাঙালী পরিবার ছিল। সকলেই উগাণ্ড রেলপথের কৰ্ম্মচারী। অার একজন ছিল খৃস্টান, ধৰ্ম্মপ্রচার করবার কাজে কি এক মিশন কর্তৃক প্রেরিত, মাঝে মাঝে নাইরোবিতে থাকতো, মাঝে মাঝে দূর পঞ্জী অঞ্চলে চলে ধেতে।। আমি পনেরো বছর একাদিক্রমে নাইরোবিতে ছিলাম বাবা-মা'র সঙ্গে । ওখানকার জীবন খুব ভালই কেটেছিল। জীবনযাত্র ছিল সম্পূর্ণ নিরুদ্বেগ, জিনিসপত্র ছিল সম্ভা, কত নতুন স্বপ্ন তখন দেখেছি অল্প বয়সে। একবার আমার খুড়তুতে ভাই অতুল এসে বেলজিয়ান কঙ্গোর জীবনের এক অপূৰ্ব্ব ছবি আমার চোখের সামনে ধরলে, সেই আমার তরুণ বয়সে। বাবাকে বললাম, কাকার কমলালেবুর আবাদে গিয়ে কাজ করবো, হাতী, সিংহ শিকার করবো, গল্পের বইয়ের নায়কের মত দুৰ্দ্দস্তি এডভেঞ্চায়পূর্ণ মুক্ত জীবনানন্দ আশ্বাধ করবো। আমি বললাম—তখন আপনার:বয়েস কত । -अo७८द्भ1 द६ढ़ । —লেখাপড়া ? —কামপালার সেই মাস্টার গীতানাথ বাড়ুধ্যে ইংরিজি পড়াতেন আর স্টেশন মাস্টার DDD BBBB BBB BBB BD DDBDS BBB BB BBBBBB BBB BBBB BBS তার এক ছেলে ছিল প্রায় আমার বয়সী। একটা এয়ার গান নিয়ে তার সঙ্গে খেলা করতাম। GBBB BDD DD BBBDD DDDDDS DDBBB BDDB BDD DDSLLLLDD DDD ও সিমোল গাছের বনে জেৱা, সিংহ, জিরাফ, উটপাখীর মূল বিচরণ করতে, এখনও করে।