পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゆ8bア বিভূতি-রচনাবলী –তিনটি। তা নিজের মুখে বলতে নেই, তিন ছেলে ভালো চাকুরীই করে। শুষিবাজারে তেতলা বাসা । ইলেকট্রিক লাইট, ফ্যান। বড় ছেলের মোটর গাড়ী। দশে মানে, দশে চেনে। চাটুধ্যে সায়েব বল্পে সাপ্লাই ডিপার্টমেন্টের একডাকে সকলে চেনে। চেহারাও একেবারে সায়েবি- নিজের ছেলে বলে বঙ্গচি তা ভেবো না— & বৃদ্ধের মুখে-চোখে গর্বের ভাব অতি স্পষ্ট হয়ে উঠলো। নিজের মনে আপনা-আপনি হেসে উঠে বল্পেন-জন্মাবার পরে এতটুকু ছিল । ওর মা ফুলেনবলার পাচু ঠাকুরের দোর ধরে তবে ওই ছেলে বাচায় । ছ’বছর বয়েসে কাকড়াবিছের কামড়ে ছেলে নীলবর্ণ হয়ে মরে যাবার যোগাড় হয়েছিল । কাটানটের শেকড় বেটে খাইয়ে জলপড়া দিয়ে তেঙ্গপড়া দিয়ে সে যাত্রা অতিকষ্টে রক্ষা হয়। তবে আজ আমাদের নৃপেন—তা এলো, বোলো বেীমা । এই পরোটা কথানা ভাজি আর তোমার সঙ্গে গল্প করি । একটা ক্ষুত্র ভাড়, চেচে-মুছে খি বেরুলো আধ-ছটাক খানেক। বৃদ্ধ ভাড় দেখিয়ে বল্পেন—দালদা। ভালো দালদা । আর তা ছাড়া পাচ্চি কোথায় ? ঐৰি আট টাকা,সের। * —কেন আপনার ছেলে টাকা পাঠায় না ? বৃদ্ধ তাড়াতাড়ি বলে উঠলেন— নৃপেন ? তাঁর অনেক খরচ । রোজগারও যেমনি, খরচও তেমনি। আমি আর তাকে বিরক্ত করিনে। আমার বিধে তিনেক ধানের জমি আছে, আর ধরে লাউ করি, কুমড়ো করি, ঢেড়শ, ডাটা—সৰ তৈরি করি নিজের হাতে। বেশ চলে যাচ্চে। নৃপেন পূজোর সময় একখানা ভালো থান কাপড় পাঠিয়ে দিয়েচে-ফাইন খান —তা বৌমা সে অামি তুলে রেখে দিয়েছি। বার বার দেখি, বলি বড় খোকা অামায় দিয়েচে। ছোট ছেলের বাসা আগে ছিল কলকাতায়—এখন মণিপুরে। সে একজোড়া চটিজুতো পাঠিয়ে দিয়েছিল পূজোর সময়। ননীবালা ইতিমধ্যে পরোটা কখানা বেলে দিয়ে বঙ্গে—আপনি ভেজে নেবেন, না আমি দেবো ? -त्रीं क्ष। शिशुं निश्छि । -८कन कहे कब्रट्वन ? णकन I जांशि क८ब्र झिक्रि । ননীবালা খাবার তৈরী করে জাল দিয়ে পিড়ি পেতে বুদ্ধকে স্বত্ব করে খেতে বসিয়ে দিলে। চাটুৰ্যে বুড়োর মুখের ভাব দেখে মনে হলে অনেকদিন তাকে এমন স্বত্ব করে কেউ খাবার করে খাওয়ায় নি। বুড়ে বল্লে-কি স্বন্দর পরোটা হয়েছে। মেয়েমাহৰ না হোলে কি খেয়ে তৃপ্তি ? মেয়েদের হাতের রান্নাই আলাদা। বেঁচে থাকো বৌমা বেঁচে থাকে। মুখ বদলালাম অনেকদিন পরে। -जां★नांब्र'cछ्रजtबग्न cरो ८कखे ५षांटन थांकन मl cकम ? —ম না। পাগল। তাদের কি এই অজ পাতাগায়ে থাকতে বলতে পারি ? তুমি