পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৩৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ বিভূতিভূষণের পত্রগুলি বিভিন্ন পারিপাধিকের মধ্যে বিভিন্ন অবস্থায় লিখিত। সেখানে কুশলতা বা লেখকমনের কারিগরি প্রকাশ করিবার বাসনা বা ইচ্ছা আীে ছিল না। তবুও মনে হয় রবীন্দ্রনাথেম পরে বাংলাদেশে এত অজস্র স্বন্দর পত্র রচনা খুব কম লেখকই করিয়াছেন। বিভূতিভূষণের সমগ্ৰ পত্রগুলি যদি একত্রে সম্পাদিত হইয়। কখনো মুজিত হয়— তাহা হইলে আমরা বিভূতিভূষণের জীবনের অন্তরঙ্গ পরিচয়, তাহার রচনার উৎস এবং সাহিত্যকীৰ্ত্তির কিছু পরিচয় পাইব বলিয়া মনে করি। বৰ্ত্তমান খণ্ডে বিভূতিভূষণের এইরূপ ১৭টি পত্র মুদ্রিত হইল।—সম্পাদক। ]