পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৩৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ö6 & বিভূতি-রচনাবলী তোমার কোন কথা কবে না শুনিচি ! বেলু সাক্ষী আছে। তোমার জন্মদিনে একটা গল্প পড়বার ইচ্ছে রইল। সেদিন কি সম্ভব সাতভেয়েতলা যাবার—হবে না বোধ হয়। আগের দিন যদি হয় দেখা যাবে। আমার কেবল ভয় হয় বনগী থেকে তোমরা চলে যাও, তবে কি দুঃখই পাবো ! এমন বন্ধুত্ব চলে যাবে ভাবলে মন বড় খারাপ হয়ে যায়। ज्रङ्ग लहैग्नी शांकि डॉहे মোর যাহা যায় তাহা যায়— মানুষের জীবনে যে ক'দিন আনন্দ করা যায়, আমি এই বুঝি। এই সম্বন্ধে গ্রীক কবি footfotoss of fosts of st; oth stoo—“The apple tree, the singing and the gold.” কবিতার একটি অতি বিখ্যাত ছত্র এটি । যদি সম্ভব হয় এবার তোমাকে দুটি ভূতের গল্প শোনাবে। মনে করে দিও। তবে ভয় পেলে চলবে না কিন্তু। ভয়টয় আমি দেখতে পারি নে। অন্য দেশে মেয়ের যুদ্ধে যাচ্চে আর আমাদের মেয়ের ভূতের ভয়ে রাত্রে এ ঘর থেকে ও ঘরে যেতে পারবে না, এ কি ভাল কথা ? রাত হয়েছে অনেক । আজ এই পৰ্য্যন্ত । তোমার জন্মদিনের আগের শনিবারে আবার দেখা হবে। আমার স্নেহশীৰ্ব্বাদ নিও ও বেলুকে এবং খোকাথুকিদের দিও। বেলু কেমন আছে ? বেলু বড় ভাল মেয়ে । - খ্ৰীবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ○に昭 মঙ্গললার 이이 8 • কল্যাণীয়াস্ক, আমিও ভেবেছিলুম আজ তোমার পত্র আসবে। বেশ চমৎকার পত্র, তোমার প্রকৃতি বর্ণনা আমার এত ভাল লাগে ! এবার ষে ‘পড়চে’ ক্রিয়াপদের ব্যবহার এত কম ? কেন ? সংশোধন করে দিয়েছিলাম বলে রাগ করো নি তো ? ভয়ঙ্কর লেখার ভিড় পড়ে গিয়েচে । এই সপ্তাহের মধ্যে লেখা না দিলে আর কোন কাগজ নেবে না। এবার পূজোর কাগজগুলো একটু তাড়াতাড়িই বেরুবে। তোমার নীলোৎপল গল্পটা আমার বেশ ভাল লেগেচে, ওটা গল্পিকা’ কাগজে দেবো। সম্পাদক আমার এখানে আমার লেখার তাগাদায় আসবে, যদিও আমি বলেচি আমি এবার দিতে পায়ৰ না—তোমার লেখাটা দেবো ।