পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৩৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీ{98 বিভূতি-রচনাবলী পেদিন ব্যারাকপুরে একটা পুকুরে নাইতে নেমেছি, তার চারিধার খোলা ইট বার-করা ভাঙা পাইখানা, আর তাদের উপরে উঠেচে কি লতা—দেখে এত খারাপ লাগলো—আমার মন সংকুচিত হয়ে যায় কুত্র পরিবেশে ; মন স্থাপিয়ে ওঠে। মন বলে কোথা মুক্ত অরণ্যানী, কোথায় মত্ত বাদল মেঘের ভেরী ? 鱷 আমি বোধ হয় পূৰ্ব্বে জন্মেছিলাম ঐ রকম উষ্ণ কটিবন্ধের অরণ্য প্রদেশে, একটি ম্যাকাও পাখী হয়ে । মানুষের বাস যেখানে ঘিঞ্জি, সেখানে আদৌ মন টেকে না কি জানি। I am most happy when I am in a lonely primeaval forest. दप्लग्न রামগড় ( হাজারিবাগ ) રગાદાના প্রতিভাজনেষু, . 暢 বর্ষার প্রভাত । কাল সারারাত্রি বৃষ্টি হওয়ার ফলে অদূরবত্তী দামোদর স্ফীত হয়ে উঠেছে। নীল শৈলমালার গায়ে গায়ে সাদা মেঘ খেলা করচে । আমি একটি অতি নির্জন বাংলো ঘরে বসে শৈন্তর্মালার দিকে চেয়ে চেয়ে গল্প লিখছি, আপনি কি বিশ্বাস করবেন ? কাল সকালে কিংবা ওবেলা মোটরে রাজরোপ্পা falls দেখতে যাব—দামোদর ও ভেড়া নদীর সঙ্গমস্থান। সত্যি, বর্ষার কি রূপ এদেশে, শৈলসান্বতে অলস মেঘ ঘুমিয়ে আছে সারাদিন, কালে আকাশের ছায়া পড়েচে উন্মুক্ত উচ্চাবচ প্রাস্তরে, সজল বাতাস বইচে শালবনের ফাক দিয়ে, দামোদরের পাষাণময় তটভূমি বেয়ে বেয়ে। আর কি ফুল-ফোট কুরচি বন নদীর দুই বনময় তীরভূমিতে ! একবার বৌমাকে এখানে আনতে হবে এই বর্ষায়! বাবলুন্ধর মাকে, বৌমাকে, মৃদুলা বৌমা ও স্বরূপ বৌমাকে। একটা পার্টি তৈরি করে। মিঃ সিংহ এখানে নেই, রাচিতে। আমি আছি নগেন্দ্রনাথ দাস বলে পুনসিয়া গ্রামের এক মৌজাদারের আশ্রয়ে । খাওয়ার বড় স্থখ, মাংস ও দুধ ঘি প্রচুর সন্তা। মুরগী বিশেষতঃ। গৌরীশঙ্করকে বলবেন, শরৎ পালের গল্প complete, আরও ৬টি complete, বন্ধমতী ১•• টাকা পাঠাতে চেয়েচে । তার গল্প এখানে বলে লিখবো। এখান থেকে ডালটনগঞ্জ হয়ে গয়া যাবো। হাজারিবাগ যেতে পারি। আজ রাজরোগ falls. কাল চুটুৰালু ও চাতরা forest—এই ঠিক করেছি। আপনি, স্বমথ, গৌরীশঙ্কর ও মন্ত প্রীতি ও শুভেচ্ছা নিন। মোকে বলবেন এই জায়গায় এসে দেখা দরকার।