পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৩৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\©&ყ\ყ বিভূতি-রচনাবলী . পুং-আমার জন্মদিনের উৎসবে আপনি নিমন্ত্রণ পত্র পাননি শুনে কত দুঃখিত ষে হয়েছি! জামি আমার সব বন্ধুদের ঠিকানা দিয়েছিলাম ধারা এ অনুষ্ঠানের উদ্যোগ করেছিলেন, তাদের কাছে। এখন দেখা যাচ্ছে, তারা তাদের খেয়ালখুশি মত কাউকে জানিয়েছেন, কাউকে জানান নি। Şe P. O, Gopalnagar Willage. Barrakpur Dt. Jessore, বুধবার। শ্রদ্ধাস্পদেষু, o সেদিনকার কথামত আমি প্রবোধ সাম্যালকে বলেছিলাম, কিন্তু সে রাজী নয়। সে বলে, কি একটা ফিল্ম্ সংক্রান্ত ব্যাপারে অত্যন্ত ব্যস্ত আছে সে। এখন কোনো কাজ পারবে না। এই কথাটি জানিয়ে দেবার জন্যে আজ ছুদিন থেকে আপনাকে চিঠি লিখবো ভাবচি, কিন্তু বড় ব্যস্ত ছিলাম একটা লেখা নিয়ে। আপনি কি করবেন, না করবেন আমাকে জানাবেন। তারাশঙ্করকে কি বলালেন সজনী দাসকে দিয়ে । আমি কাল কুচবিহার যাচ্চি, ফিরতে সোমবার । সেদিন আপনাদের ওখান থেকে বেরিয়ে কবির রোডে সোমনাথবাবুর বাড়ী খুঁজতে গিয়ে কি মুশকিল। খুঁজে খুঁজে তো পাওয়াই গেল না, তারপর রাস্ত ভুলে গোলকধাধায় পড়ে কোথায় গিয়ে যে ঠেলে উঠলাম, হঠাৎ দেখি লেক আমার সামনে—সে আবার লেকের উন্টে দিক, সেদিকে কখনো আমি যাইনি, তখন একটা লোকের সাহায্যে অতি কষ্টে সে গোলকধাঁধা পার হই। অনিলবাবুকে বলবেন যদি সময় হয় যেন সোমনাথবাবুকে এই কথাটা তিনি বলেন। চিঠি দেবেন কিন্তু। প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন। ইতি— জীবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় S X বারাকপুর ՖՀ-ՊաՅծ জদ্ধাস্পদেষু, - আপনার পত্র এখানে এসে ক'দিন পড়ে ছিল, আমি অঞ্চত্র সভা উপলক্ষে গিয়েছিলাম, এখানে ছিলাম না। আমি মায়াদিকে অনেকদিন আগেই এ সম্বন্ধে সন্মতি জ্ঞাপন করে পত্র