পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8 বিভূতি-রচনাবলী সঙ্গে মেলামেশা কি আমার সাজে ? তুমি বড়লোক জাছ, বড়লোক আছ। আমি কেন ৰাৰ তোমার বাড়ী খোশামোদ করতে ? অামার ও স্বভাব নেই-তা তোমরা বুঝি দেখা করতে গিয়েছিলে ? —ওম, এমনি দেখা করতে যাব কেন ? নিধুকে যে জঙ্গবাৰু নেমস্তন্ন করে নিয়ে গিয়ে ছপুরবেলা কত ৰত্ন করে খাওয়ালে। আবার বিকেলে জলখাবারের নেমস্তন্ন করলে তার ওপর। নিধু তো লাজুক ছেলে—কিছুতেই বাবে না, ওরাও ছাড়বে না। শেষে জজবাৰুর ছেলে নিজে এলে আমাকে, নিধুকে ডেকে নিয়ে গেল। একেবারে নাছোড়বান্দা— জগোঠাকরুণ সংক্ষেপে বলিলেন—বেশ। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। পরে নিধুর মা-ই নীরবতা ভঙ্গ করিয়া বলিলেন—ন, বেশ লোক কিন্তু ওরা । জগোঠাকরুণ মূখ খি চাইয়া কহিলেন—কি জানি বাপু, কারো ছদাংশেও কোনোনি থাকিনি—থাকবও না । বেশ হোক, খারাপ হোক, যারা আছে, তারাই আছে। মেয়েটার নাম কি বললে ? —মৰু। কি চমৎকার মেয়ে দিদি । —বয়েস কত ? —এই পনেরো-ষোলো হবে । ধপধপে ফরসা রঞ্জ, কি ! চেহারা কি ! —তাতে তোমারই বা কি আর আমারই বা কি ? বেল পাকলে কাকের কি ? ওরা নিধুর সঙ্গে ওদের মেয়ের বিয়ে দেবে ? * —ন, না—তা আমি বলচিনে । তাই কি কখনো দেয় ? —তবে চুপ করে থাক। চেহার হবে না কেন বল ? তোমার মতো আমার মতো পুই শাক খেয়ে তো মানুষ নয় ? নির্ভাবনায় দুধ-খি খেলে তোমারও চেহারা ভালো হত, আমারও চেহারা ভালো হত । —সে কথা তো ঠিক দিদি। —অত ৰড পনেরো-ষোলো বছরের ধিঙ্গী মেয়ে ৰে নিযুর সামনে মা-বাপের সামনে হাবমোনি বাজিয়ে গান করবে—এতেই দেখ না কেন ? তোমার বাড়ীর মেয়ে আমার বাষ্ঠীর মেয়ে করুক দিকি, কালই গায়ে টি-fট পড়ে যাবে এখন। বড়মামুষের ওপর কথা বলে কে ? ওরা জানচে আজ এসেচি এগায়ে, কাল যাব চলে হিঙ্গি-দিল্লি-আমাদের নাগাল পায় কে । ভাই বলি ওদের সঙ্গে জামাদের মিশতে যাওয়াই বেকুবি-আমি যাচ্চি দেখাগুনে কয়টি ভেবে, ওরা ভাবে খোশামোদ করতে আগচে । cनरवद्र क्टिरूद्र कषाग्न cदन किडू ८अष विचाहेब्रा अरशार्टीकक्र१ ॐांशद्र वङ्ग्छ न थांश করিলেন এবং মাজ বাসনের গোছা তুলিয়া লইয়া পুকুরের ঘাট ভ্যাগ করিলেন।