পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&o বিভূতি-রচনাবলী নিয়ে আবেন। —কি-কি বই আছে ? —অনেক, অনেক—কত নাম করব । রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ বারো ভলুমি আছে— भांद्देश्कल चांदछ —কবিতা নয়, উপস্কাস আছে ? ভু-ভাও আছে। মা'র কাছ থেকে চাৰি আনিব ? দেখবেন ? —না এখন থাক, রাত হয়ে গিয়েচে । কাল সকালে আসব— —আচ্ছ, নিধু আপনি কেন ছুটি নিন না দিন-কতক ? নিধু বিস্ময়ের স্বরে বলিল—কেন বল তো ? —আপনি থাকলে বেশ লাগে। এই অজ পাড়াগায়ে মিশবার লোক নেই আর কেউ । আপনি আসেন তৰু ছুদিন বেশ আনন্দে কাটে । —আমার আবার ছুটি কি ? আমি তো করে চাকধি করি না ? —তবে ভালোই তো । এ হুপ্তায় আর যাবেন না—কেমন ? —না গেলে পসার নষ্ট হয়ে যাবে বে। নতুন প্র্যাকটিলে বসে কামাই করা চলে না। সেদিন রাত্রে বাড়ী আসিয়া নিধুর আর ঘুম্বই হয় না। মঞ্জু তাহাকে থাকিবার জন্ত অঙ্গুরোধ করিয়াছে। সে থাকিলে নাকি মঞ্জুর তালো লাগে —মৰুর মুখে এ কথা সে কোনেদিন শুনিবে, ইহা বহুদূর নীল সমূত্রের পারে স্বপ্নৰীপের মতো অবিশ্বাস্ত ও অবাস্তব। তবুও সে নিজের কানে শুনিয়াছে মঞ্জুই একথা বলিয়াছে। ভোরে উঠিয়া সে বাড়ীতে থাকিতে পারিল না। গ্রামের পথে-পথে কিছুক্ষণ ঘুরিয়া বেড়াইল। তাহার পর বাড়ী ফিরিয়া পুকুরে স্বনে করিয়া আসিল । নিধুর মা বলিলেন—ন খেয়ে বেরিও না যেন— —ম, ধোপার-বাড়ী থেকে কাপড় এসেচে ? —কই না বাবা, বিষ্টির জন্তে ধোপা তো আসেনি এ কদিন । —আমার ফরসা কাপড় তোমার বাক্সে আছে ? —ছেলের আমার সব বিদঘুটে। কাপড় সব নিয়ে গেলি রামনগরের বাসায়। আমার বাজে তোর কাপড় থাকবে কোথা থেকে ? তোর কিছু খেয়াল ধৰি থাকে । নিজের কাপড়চোপড়ের পর্য্যস্ত খেয়াল নেই। একটি বৌমা বাড়ীতে না আনলে— নিধুঘরের মধ্যে পালাইবার উপক্ৰম করিতে মা বলিলেন--দাড়া,—ৰাসনে কোথাও বেন। একটু মিছরি ভিজিয়ে রেখেচি, আর শশা কেটে— ঘরের মধ্যে চুকিয়া নিধু দেখিল তাহার ফরসা কাপড় নিজের কাছেও কিছু নাই। জাজ লতায় মোক্তারগিরি করিবে কি করিয়া তবে ? মাকে সেকথা জানাইল। নিধুর মা বলিলেন —তা জামি এখন কি করি বাপু ! এ যে অন্তায় কথা হল! কর্তার একটা সেকেলে পাঞ্জাৰী আছে—সেটা ভোর গায়ে হয় ?