পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(?8 दिङ्कडि-द्रकनांदणैौ —দেখবেন এখন সামনের রবিবারে । —তোমরা যাও মঞ্জ, আর আসতে হবে না। SBB BDD DDSDD BBBS BBBSBBS BB BBBB BBBB BBB বেড়াতে। কি সবুজ গাছপালা ! চোখ জুড়িয়ে যায়। আমার কাছে এসব নতুন । —তুমি এর আগে পাড়াগ দেখ নি বুঝি মৰু ? G. —মধুপুর দেখেচি কুম্কা দেখেচি। বাঙলাদেশের পাড়াগায়ে এই প্রথম— সাকোর কাছে গিয়া সকলে সাকোর উপর কিছুক্ষণ বসিল। বীরেন বলিল—মঞ্চ একটা গান কর তো ? বেশ লাগছে সকালট। নিখুও সে অনুরোধে যোগ ছিল। মঞ্জ দ্ব-তিনটি গান গাছিল। ক্রমে বেলা উঠিয়া গেল। দুধারের গাছপালার মাথায় শরতের রোঁজ ঝলমল করিতে লাগিল। নিধু উহাদের কাছে বিদায় লইয়া জোর পায়ে পথ ছাটিতে লাগিল। সেদিন এজলাসে ঢুকিতেই সাবডেপুটি স্বনৗলবাৰু জিজ্ঞাসা করিলেন–কি নিধিরামবাৰু, লালবিহারীবাবুকে আমার খবরটা দিয়েছিলেন তো ? সৰ্ব্বনাশ ! নিধু তাহা একেবারে জুলিয়া গিয়াছে। সে কথা একেবারেই তাহার মনে ছিল না 7 মজুর সঙ্গে দেখা হইলে তাহার কোনো কথাই ছাই মনে থাকে না। সে আমতা-আমতা করিয়া বলিল—হজুৱ—খবরটা দেওয়া হয় নি। আমার বাড়ীতে অস্থখবিস্কখ—উনিও স্কুলে কি সব কাজে বড় ব্যস্ত—বড়ই দুঃখিত— —ন, না, সেজন্তে কি ? সেজন্তে কিছু মনে করবেন না । দেখি যদি স্ববিধে পাই— সামনের রবিবারে আমি নিজেই সাইকেল করে যাব। সামনের শনিবারে আপনি শুধু জানিয়ে দেবেন দয়া করে ষে আমি রবিবারে যেতেও পারি। তাহলেই হল। সাধন-মোক্তার ফৌজদারী কোর্টের বটতলা হইতে নিধুকে দেখিতে পাইয়া তাহার দিকে জাসিতেছিলেন, সাবডেপুটির এজলাসের বাহির হইবার সঙ্গে সঙ্গে নিধু একেবারে সাধনের সামনে গিয়া পড়িল । —আরে এই ষে নিধিরাম, আজ এলে সকালে ? বেশ, বেশ । চল একটা জামিননামা আছে, স্বদ্বদা তোমায় খুঁজছিলেন যে, দেখা হয়েচে । —জাঙ্গে না—এই তো আমি পা দিয়েছি কোর্টে। কারে সঙ্গে এখনো— —স্থনীলের এজলাসে কি কেস ছিল ? l সাধন-মোক্তার প্রবীণ লোক-সাবডেপুটির সামনাসামনি যদিও কখনো ‘হুজুর’ ছাড়া সম্বোধন করেন না কিন্তু সেই সাবডেপুটি বা অন্ত জুনিয়ার হাকিমদের প্রথম পুরুষে উল্লেখ করিবার সময় তাহাজের নামের শেষে “বাৰু? পৰ্য্যন্ত ৰোগ করেন না—ইহাতে সাধন ভাবেন তাহার চরিত্রের নির্ভীকতা প্রকাশ পায়। নিধু তাহার প্রশ্নের জবাব দিয়া বন্ধ-মোক্তারের খোজে গেল। বার লাইব্রেরীতে বন্ধ বাস্তুষ্যে, ধরণী পাল ও হরিবাৰু বসিয়া কি লইয়া ভর্কবিতর্ক করিতেছেন—এমন সময় নিখুকে