পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rê oS কণি চাকত্তি বললেন-দাদার আমার কেবল রগড় আর ব্লগড় । তারপর, আসল কথার uuuDu BDLL DBL DLDB DBuDS BD DYS BB KB BB DtLBuD DD DKY রূপচান্দ মুখুয্যে বললেন—তুমি আর চন্দ্ৰ ভাদা তো নিশ্চয় ঘাচ্চ ? ser -चांद्र cक cक सांव बिंब ঈশ্বর বেষ্টম বললে-জেলে পাড়ার মধ্যি যাবে ভগীরথ জেলের বড় বেী, পাগলা জেলের মা, আমাদের পাড়ায় নরহরির বৌ, ব্ৰাহ্মণ পাড়ায় আপনারা দুজন-হামিদপুর থেকে সাম্ভাজন —সব আমার খন্ধের । পুরিমের পরের দিন রওনা হওয়া যাবে। আমাকে আবার বর্ধমানে বীরচাঁদ বৈশ্বিল্প আর কুমুদিনী জেলের দলের সঙ্গে মিশতে হবে কাৰ্ত্তিক পূজোর দিন। রাণীগঞ্জে এক সরাই আছে, সেখানে দু'দিন থেকে জিরিয়ে নিয়ে তবে আবার রওনা। রাণীগঞ্জের সরাইতে দু'তিন দল আমাদের সঙ্গে মিলবে। সব বলা-কওয়া থাকে। রূপচাঁদ মুখুয্যে বললেন-আমি বড় ছেলেডারে বলে দেখি, সে আবার কি বলে। আমার আর সে জুৎ নেই ভায়া। ভবানীর মুখে শুনে বড় ইচ্ছে করে ছুটে চলে যাই সেট সমিসি ঠাকুরের আশ্ৰম । ওই সব ফুল ফোট, আমলকী গাছে আমলকী ফল, ময়ুর চরচে-ৰডড দেখতে ইচ্ছে করে। কখনো কিছু দ্ব্যাখলাম না বাবাঞ্জি জীবনে। ঈশ্বর বেষ্টিম বললে-যাবেন মুখুয্যে মশায়। আমার জানাগুনা আছে সব জায়গায়, কিছু কম করে নেবে পাণ্ডায়া। চন্দ্ৰ চাটুধ্যে বললেন-তাই চলো ভায়া। আমরা পাঁচজন আছি, এক রকম করে হয়ে यांदब, क्वांकारद न। ধাৰ্ম্মিক নালুপালের তীর্থযাত্রীসেবার দিন চন্দ্ৰ চাটুয্যের বাড়ী, দ্য খাটি তীর্থযাত্রী ছাড়া আরও লোক দেখা গেল। যাঁরা তীর্থযাত্রী নয়-যেমন ভবানী বাড়বে, দেওয়ান রাজারাম ও নীলমণি সমাদার। শেষের লোকটি ব্ৰাহ্মণ ও নয়। খোকাকে নিয়ে তিলু এসেছিল ভোজে সাহায্য করতে। ভবানী নিজের হাতে পাতা কেটে এনে ধুয়ে ভেতরের বাড়ীর রোয়াকে পাতা পেতে দিলেন, তিলু সাত আট কাটা সরু বেনামুড ধানের চিডেন্ধুয়ে একটা বড় গামলায় রেখে দিয়ে মুড়কি বাছত্তে বসলো। পৃথক একটা বারকোশে মঠ ও ফেনি বাতাসা ভূপাক্কায় করা রয়েছে, পাঁচ-ছ পাতিলে-হাড়িতে দুই বারকোসের পাশে বসানো। রূপচাঁদ মুখুয্যে একগাল হেসে বললেন-না, নালুপাল যোগাড় করেচে। ভালো-মনটা ভাল ছোকরার তিলু এ গ্রামের মেয়ে। ব্ৰাহ্মণের খেতে বসলে সে চিড়ে মুড়কি মঠ যার যা লাগে পরিবেশন করতে লাগলো । Y kuBD DDBB BLBLB BBDB DS DBDD DLDD DuuB gEBLDLB BBDS DD গৃহস্বামী, সবার পরে খাবেন। আর খান নি। ভবানী বাড়ুৰ্য্যে। স্বামী-স্ত্রীতে মিলে এমন মক্ষরতাবে ওরা পরিবেশন করলে যে সকলেই সমানভাবে সব জিনিস খেতে পেলে-নয়তো