পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 eلأما } সেই সব বাণী সেই সব ইতিহাস আমাদের আসল জাতীয় ইতিহাস।” লেখকের এই ইঙ্গিত যদি সত্য হয়-ইছামতীও ঐতিহাসিক উপন্যাস। “মুক জনগণের ইতিহাস, রাজা-রাজড়াদের বিজয়-কাহিনী নয়।” -বলেছেন লেখক । রাজা-রাজড়াদের বিজয়কাহিনী যে উপন্যাসের উপজীব্য, তাতে একটা সুবিধা ( বা অসুবিধা ) আছে। এই যে, তার চরিত্রগুলির মোটামুটি আদালটা পাওয়াই যায়। লেখক মাটি চড়ান ব্লাঙ ধরান ঠিকই-কিন্তু কাঠামোর বাইরে যেতে পারেন না। কিন্তু যাদের কথা পুথিতে লেখা নেই, সেই সব মা ও ছেলের, ভাই ও বোনের, বন্ধুর ও বধূর অলিখিত ইতিহাস নিয়ে কাহিনী রচনা করতে গেলে স্বপ্ন দেখা ছাড়া উপায় নেই। কিন্তু স্বপ্ন বাস্তবকে একেবারে বাদ দিতে পারে না, চোখে দেখা মানুষকেই লোকে স্বপ্ন দেখে-কদাচিৎ কখনও হয়ত শোনা মানুষকেও । ঐতিহাসিক উপন্যাসের লেখকও ইতিহাসের বাইরে যে সব চরিত্র অঙ্কিত করেন—তার পরিবেশে অতীতদিনের আবহাওয়া থাকলেও চরিত্রের মূল মানুষগুলো লেখকের জানা ও শোনা অভিজ্ঞতা দেখেই রূপ পরিগ্রহ করে। অনেক সময় ঐতিহাসিক রাজারাজডারাও হয়ে পড়েন সেকালের পোশাক পরা একালের মানুষই। সেই কারণেই ইমলি বেগমের বা ভীমসিংহের অালমগীরঅন্তঃপুরে ঢুকতে বাধা থাকে না। তবে তাতে কোন ক্ষতি নেই-চিরকালীন মানুষের বাইরের চেহারাটাই যুগে যুগে পাণ্টাচ্ছে-তার মানসসক্স চিরকালই এক । বিভূতিবাবুও তঁর এই উপন্যাসে ঐতিহাসিক আমলের অর্থাৎ যেদিনকার কথা দিয়ে তিনি শুরু করেছেন ( ১২৭০৬ সাল-রচনাকাল ধরলে একশ বছবের কিছু কমই হয়,--৮৫ বছর আগেকার কথা ), পরিবেশ যেমনভাবেই রচনা করুন -কথায়-বাওঁয়, পোশাকে-আশাকে, খাদ্যখাবারে এবং কিছু কিছু ঐতিহাসিক চরিত্রেও (যেমন হল পেকে বা তিতুমীর)—উপন্যাসের মাগুযগুলির উপাদান সংগৃহীত হয়েছে তাঁর প্রত্যক্ষ ও শুষ্কৃতজ্ঞানের ভাণ্ডার থেকেই। LDDSLLL BD DD Du SS LBBBK OLOLgBB TLGDBD DBDS KKB BD নয়। অনেকেই অবশ্য তা স্বীকার করবেন না । আঁরা বলবেন সব চরিত্রই লেখকের দেখা ও জানা, প্রধান চরিত্র তো আরও বেশী। এক কথায় তারা বলেন, নায়ক ভবানী বাড়ুষ্যে লেখক স্বয়ং। কিন্তু তাই কি ? এ চরিত্রের সবটাই কি লেখক ? না, যেমন অপু, তেমনি ভবানী বঁাড়ুধ্যেও-সবটা তিনি নন। আমাদের বিশ্বাস ভবানী বাড়ুধ্যে তঁৱে ভাবমূর্তি মাত্র। তিনি যা হতে চেয়েছিলেন-তীর সাধনা ও অনুভূতি তার মানসতাকে শ্বে স্তরে পৌঁছে দিয়েছিল, তাতে তিনি যেমন হতে পারতেন-সেই চেহারাটাই ফুটিয়েছেন ভবানীকে দিয়ে, বলা যায় তাকে দিয়ে সাধ মিটিয়েছেন। তেমনি কেউ যদি মনে করেন যে, তিলু বিলুনিলুর মধ্যে তার গ্ৰী বা আত্মীয়া বা অপর কান পরিচিত মানুষের প্রত্যক্ষ বা স্পষ্ট ছাপ আছে, তিনিও ভুল করবেন। কিছুটা সাদৃশ্য LTELB LEB BLBBDBuBD DBD DKLLEBEB DBD DiDBB S EBBD BDEDDB BD GDBBDDB বায়বারই বলেছেন যে রচনাকাল থেকে একশ বছর আগে কাহিনীর শুরু হবে।