পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইছামতী S8 মূখন তখন পয়েটিয়ানা জারি করান্তে লাগলেন । রাজারাম ঘোড়ায় করে যাচ্ছিলেন নীলকুঠির দিকে, রামকানাই কবিরাজ একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে, বললে--একটু দাড়াবেন দেওয়ানবাবু? রাজারাম দ্রুকুঞ্চিত করে বললেন-কি ? -একটু দাঁড়ান। একটা কথা শুনুন। আপনি আর এগোবেন না। কানসোনার বাগদিরা দল বেঁধে দ্বাড়িয়ে আছে ঋষ্ঠীিগুলোর মাঠে । আপনাকে মায়বে, লাঠি নিয়ে তৈরি আছে । আমি জানি কথাটা তাই বললাম। অনেকক্ষণ থেকে আপনার অঙ্গি দাড়িয়ে আছি। —কে কে আছে দলে ? --তা জানিনে বাবু। আমি গরীব লোক। কানে আমার কথা গেল, তাই বলি, অধৰ্ম্ম কন্নতি পারবো না । ভগবানের কাছে এর জবাব দিতি হবে তো একদিন ? আপনি ব্ৰাহ্মণ, আপনাকে সাবধান করে দেবার স্বভার তিনিই দিয়ে চেন মামার ওপর। তবুও প্লাজারাম ঘোড়া নিয়ে এগিয়ে যেতে উদ্ভূত হয়েচেন দেখে রামকানাই কবিরাজ হাতজোড় করে বললে-দেওয়ানবাবু, আমার কথা শুনুন-বড় বিপদ আপনার । মোটে এগোবেন না-বাৰু শুনুন-ও বাৰু কথাটা ততক্ষণে রাজারাম অনেকদূরে এগিয়ে চলে গিয়েচোন। মনে মনে তাঁবতে লাগলেন, রামকানাই লোকটা মাথা-পাগলা না কি ? এত অপমান হোলো নীলকুঠির লোকের হাতে, তিনিই তার মূল-অথচ কি মাথাব্যথা ওল্প পড়েছিল তঁকেই সাবধান করে দিতে ? মিথ্যে ቐፃ! *ኛ ! ষষ্ঠীতলার মাঠে তার ঘোড়া পা দেওয়ার সঙ্গে সঙ্গে ৰিপদ শুরু হোলো । মন্ত বড় একটি দল লাঠিসোটা নিয়ে তাকে চারিদিক থেকে ঘিরে ফেললে। রাজারাম দেখলেন এদের মধ্যে বাধালের দাঙ্গায় নিয়ত রামু বাগদির বড় ছেলে হারু আর তার শালা নারাশ বড় LKBBD sBB DKS S SLKYK LGBBB BBYYiL BS DD TLLDD SSBBL তোৱে আর ফিয়ে যেতি হবে না।-- নারাণ বললে-ও ব্যাটা সাহেবের কুকুর-তোর মুণ্ডু নিয়ে আজ ষষ্ঠীতলার মাঠে ভাঁটা cert wr অনেকে একসঙ্গে টেচিয়ে বললে-অত কথায় দরকার কি ? ঘাড় ধরে টেনে নামনেমিয়ে নিয়ে বুকে হাঁটু দিয়ে জেতে বসে কাতানের কোপে মুণ্ডুটা উড়িয়ে দে।-- হাঙ্ক বললে—তোরা সন্ধু-মুই দেখি-যোৱা বাৰায়ে ওই শালা ঠেঙিয়ে মেরেল লেঠেল cific একজন বললে-“তোর সেই রসিকবাবা কোথায় ? তাকে ডাক-লে এসে তোকে बैांक्रांक्-शांग ६ *नेिcवप्ऊ श्य्व बांशश्न । StE DBBLB L EEMB ELBB K BD EB GLLLG LK ELSE f. , 33-30