পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৭৫ সালের বঙ্গায় জল সৱে গিয়েচে সৰে। পথঘাটে তখনও কাদা, মাঠে মাঠে জল জমে আছে। বিকেলেবেল ফিঙে, পাখী বলে আছে বাৰলা গাছের ফুলে-ভত্তি ডালে। নালুপাল মোল্লাহাটির হাটে যাবে পান-সুপুরি নিয়ে মাথায় করে। মোল্লাহাটি যেতে নীলকুঠির আমলের সাহেবদের বটগাছের ঘন ছায়া পথে পখে। শ্ৰান্ত নালুপাল মোট নামিয়ে একটা বটতলায় বসে গামছা ঘুরিয়ে বিশ্ৰাম করতে লাগলো। সালুর বয়স কুড়ি-একুশ হবে। কালো রোগা চেষ্টায়। মাথার চুল বাবরি-কার, কাধে রঙিন রাঙা গামছা-তখনকার দিনের শৌখিন বেশভূষা পাড়াগায়ের। এখনো বিয়ে করে নি, কারণ মামাদের আশ্রয়ে এতদিন মানুষ হচ্ছিল, হাতেও ছিল না। কানাকড়ি। সম্প্রতি আজ বছর-খানেক হোল নালুপাল মোট মাথায় করে পান-মপুর বিক্রি করে হাটেহাটে। সতেরো টাকা মূলধন তার এক মাগীমা দিয়েছিলেন যুগিয়ে। এক বছরে এই সতেরো টাকা দ্বাড়িয়েছে সাতায় টাকায়। খেয়ে দেয়ে। নিট লাভের টাকা । নালুর মন এজন্তে খুশি আছে খুব । মামার বাড়ীর অনাদরের ভাত গলা দিয়ে ইদানীং আর নামতো না। একুশ বছর বয়সের পুরুষমানুষের শোভা পায় না অপরের গলগ্ৰহ হওয়া। মামীমার সে কি মুখনাড়া একপলা তেল বেশী মাথায় মাখবার জন্যে সেদিন । মুখনাড়া দিয়ে বললেন-তেল জুটবে কোথেকে অত ? আবার বাবরি চুল রাখা হয়েছে, ছেলের শখ কত-অত শখ থাকলে পয়লা রোজগার করতে হয় নিজে { নালুপাল হয়তো ঘুমিয়ে পড়তে বটগাছের ছায়ায়, এখনো হাট বসবার অনেক দেরি, B DD DBDB DDBD DE ED BBDYYYii ig BB BD DBDD LDBBB BD & S vs. Rate নালুপাল সশস্ত্ৰমে দ্বাড়িয়ে উঠে বললে-রায় মশায়, ভালো আছেন ? প্ৰাতোপোল্লাম -কল্যাণ হোক। নালুযে, হাটে চললে ? ==रुiएछ। शैll ! -একটু সোজা হয়ে বোলো। শিপটন্‌ সাহেব ইন্দিকে আসচে --বাৰু, রাস্তা ছেড়ে মাঠে নেমে যাবো ? বড় মারে শুনিচি । -i, Ricca 9 kg ci gia -cist, itt: -भा, cदांश इव मैम्।ि याभि है७ांवां ना। মোল্লাহাটি নীলকুঠির বড় সাহেব শিপটনকে এ অঞ্চলে বাঘের মত ভয় করে লোকে । ED DuDDS EDK DBDB BK DDBSBDBD DB BB LDDL gEBBB BB BBD DBB BBSDLuBtS DDD BD LLu uluu DDt GB DDD কোন স্থিরতা না থাকাতে সাহেব রান্তায় বেন্ধলে সবাই ভয়ে সম্রােন্ত থাকে।