পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

हेछiबडौ ❖ዓዓ হরকালী সুর এ ব্যাপারে অনেকদিন লিপ্ত আছে। নীল সংক্রান্ত কাজে বিষম ঘুণ। সে বুঝে-মুঙ্গে চুপ কয়ে গেল। সে কি বলবে ? সে ভবিষ্কাতের ছবি বেশ স্পষ্ট দেখতে পাচ্ছে dist চাষের নীল বাজায়ে আর চলবে না ; খরচ না পোষালে। নীলচাষ অচল ও বাতিল হয়ে বাদে-4-- সে ভাবিলে-এবার ঘুনি ডাঙায় উঠে যাবে সায়েবের। সেদিন হেমন্ত অপরাহুে বড়সাহেব জেনকিনস শিপটন সুন্দর ভবিষ্যদ্বাণী উচ্চারণ করেছিল। রামগোপাল ঘোষের বক্তৃতা, হরিশ মুখুয্যের হিন্দু পেট্রিয়ট কাগজ, পাদ্রি লিংয়ের আন্দোলন, ( দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ” এ সময়ের পরের ব্যাপার), নদীয়া যশোরের প্রজাবিদ্রোহ, সার উইলিয়াম গ্রে'র গুপ্ত রিপোর্ট যে কাজ হাসিল করতে পায়ে নি, জাৰ্ম্মানি থেকে আগত কৃত্রিম নীলাবাড়ী অতি অল্পদিনের মধ্যেই তা বাস্তবে পরিণত করলে । কয়েক বছঞ্জের মধ্যে নীলচাষ একদম বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল । শিপটন্‌সাহেবের মেম বিলাতে গিয়ে মারা গিয়েছিল। একটিমাত্র মেয়ে, সে সেখানেই তার ঠাকুরদাদার বাড়ী থাকে। শিপটিন সাহেব এ দেশ ছেডে কোথাও যেতে চাইলে না। একদিন এই নীলকুঠির বড় বারান্দার পাশে ছোট ঘরটাতে শুয়ে আয়ে ইণ্ডিয়ান কর্ক গাছের সুগন্ধি শ্বেত পুষ্পগুচ্ছেন্ন দিকে চেয়ে সে পুরনো দিনের কথা ভাবছিল। অন্তদিনের R1 |ം অনেকদূরে ওয়েস্টসোয় ল্যাণ্ডের একটি ক্ষুদ্র পল্পী। কেউ নেই আজ সেখানে। বৃদ্ধ মাতা ছিলেন, কয়েক বৎসর অাগে মারা গিয়েছেন। এক ভাই অস্ট্রেলিয়াতে থাকে, ছেলেপূলে fact - তাদের গ্রামের সেই ছোট হোটেল-আগে ছিল একটা সরাইখানা, উইলিয়ম রিটাসন ছিল ল্যাণ্ডলর্ড তখন-কত লোকের ভিড় হোতো সেখানে। ল্যাঙন্ডেল পাইকুস, আর গ্ৰেট গেবল সামনে পড়তো---পনেরো শো ফুট উচু পাহাড়-ঐ সরাইখানার কি ভিড় জমতো बांब्री श्रीशंख्र श्छेप्ख फैझाब उांप्का · BBB KLD BBB BBB DseT EYSSiDBLDYS LLLLLLO KL YL DD প্ৰান্তরের মধ্যে চলে গেল। পথটা-কতবার ছেলেবেলায় মন্ত একটা বড় কুকুর সঙ্গে নিয়ে ঐ পথে এক গিয়েচে বেড়াতে -একটা বড় জলাশয়ে মাছ ধরতেও গিয়েচে কতদিন-এলটার ওয়াটার-নামটা কত পুরনো শোনাচ্চে যেন। এলটার ওয়াটার-এত বড় বড় পাইক আর সুমন মাছ-কি মজা করেই খরজে-রাষ্ট্ৰনোজ পাস যখন অন্ধকারে ঢেকে গিয়েছে, তখন মাছ ঝুলিয়ে হাঙ্গে করে আসচে, এলটার ওয়াটায় থেকে-পেছনে পেছনে আসচে। ভালো its css cya East, RC sity-The eagles is screamin' around us, the river's a-moani' below গ্ৰাম্য ছাড়া। এ্যাণ্ডি গাইত ছেলেবেলায়। মাছ ধরতে বলে এলটার ওয়াটারের তীরে çi figure që qit citues i fol. 9, SR-28