পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী ভাঙায় ওঠবার আগে হাতের বাউট জোড়া উঠিয়ে নিলে কব্জির দিকে, সিক্ত বসন ভালো ক’রে এঁটে পরে, কালো চুলের স্নাশ কপালে ওপর থেকে দু’পাশে সরিয়ে যখন সে ডান পা খানা তুলেচে বালির ওপর, অমনি একটা বিমুকের ওপর পা পড়লো ওয়া। বিজকটা সে পান্ধের তলা থেকে ফুড়িয়ে শক্ত কয়ে মুঠি বেঁধে নিলে। তারপর ভয়ে ভয়ে বনের মধ্যেকায় স্টুড়ি পথ দিয়ে, বিচুটিলতার কর্কশ স্পর্শ গায়ে মেখে, পেঁয়াকুল কাটায় শাড়িয় প্রান্তু ছিড়ে অতিকষ্টে এসে সে গ্রাম-প্ৰান্তেয় কাওরা পাভার পথে পা দিলে। কাওয়াদের বাড়ীর কি-বৌয়ের দল ওয়া দিকে কৌতুহলের দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখতে লাগলো, খানিকটা বিস্ময়ের দৃষ্টিতেও বটে। ব্ৰাহ্মণপাড়ার ৰীে, এক কোথায় এসেছিল। এতদূৱ। ভিজে কাপড়, ভিজে চুলে ? বাষ্ঠী পৌছে নিস্তারিণী দেখলে বাড়ীতে ও পাড়ায় গোলমাল চলেচে, কান্নাকাটির রব শোনা যাচ্চে তার শাশুড়ির, পিস শাশুড়ির। সে জলে ডুবে গিয়েচে বা তাকে কুমীরে নিয়ে গিয়ে চে সিন্ধান্ত। ফিরতে দেরি হচ্চে দেখে যারা স্থানের খাটে ওকে দৌড়ে দেখতে গিয়েছিল তাৱা ফিরে এসে বলেচে কোনো চিহ্নই ওর নেই কোনো দিকে। ওকে দেখে সবাই খুব খুশি হোলো। শাশুড়ি এসে মাথায় হান্ত বুলিয়ে বুকে জড়িয়ে আদর করলেন। প্রতিবেশিনীরা এসে স্নেহের অনুযোগ করলে কত রকম । ভাত খাওয়ার পরে ননদ সুধামুখীকে সঙ্গে নিয়ে রান্নাথরের পেছনের কুলতলায় সেই ঝিনুকখানা খুললে নিস্তারিণী। ঝিনুকের শাখ দুজনে ঘেটে ঘেঁটে দেখতে লাগলো। এ সব গায়ের সকলেই দেখে ঝিনুক পেলে। কুলের বীচির মত একটা জিনিস হাতে ঠেকলো ওর । —কি রে ঠাকুরবি, এটা স্থাখি তো? --sts, a fôr Cwgr i ーリー --ঠিক বলচি বৌদিদি। মাইনি মুক্তো। --তুই কি ক’রে জানিলি মুক্তে ? --5wy digrif& 3rity -না ভাই ঠাকুরবি, এলৰ কাউকে দেখাসা নে । --৮ল না, তোয় লাজ কিসের ? পাড়ায় জানাজানি হয়ে গেল এ বাড়ীর বৌ ইছামতীতে দামী মুক্তো পেয়েছে। চওঁকীমণ্ডপে বৃদ্ধিদের মজলিশে দিনকতক একথা ছাড়া আর অন্ত কথা রইল না। একদিন বিধু শুকরা এসে মুজোটা দেখে শুনে দ্বার দিলে যাট টাকা। নিস্তারিণীর স্বামী কখনো এত টাকা একসঙ্গে দেখে নি। বিধু সন্তাকরা মুক্তোটা নিয়ে চলে যাবার কিছু আগে নিন্তারিণীর কি মনে হোলো, সে বললে-ও মুক্তে আমি বেচবো না সেইদিনই একজন মুসলমান ওদের বাড়ী এসে মুক্তোটা দেখতে চাইলে। দেখে শুনে ঘাষ দিলে একশো টাকা। নিষ্কাপিণী তবুও মুক্তে বিক্রি করতে চাইলে না।