পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ौ SG —থাক, ওলৰ কথা । তুই রোজ আসবি যখন ভালো লাগৰে । S uuBBD BDBDBDD DDB DBL 0S qSt BDB BDD DDD BB S DBDBD DDB সৌভাগি ৰে তোমাদের সঙ্গ প্যালাম। ঠাকুরজামাইকে একদিন নেমাতয় করে খাওয়াতি বড় ইচ্ছে করে। -s Nisrif, vs. viif f -আমার বে বাড়ী সে রকম না। জানোই তো সব। লুকিয়ে লুকিয়ে একটু অন্তরকারি নিয়ে আসি-কেউ জানিতি পারে না । জানালি কত কথা উঠবে। -আমাকে কি নিলুকে সেই সালে নেমতান্না করিল, কোনো কথা উঠবে না । ওয়া ঘাটের ওপরে উঠেচে, এমন সময়ে দেখা গেল সেই পথ বেয়ে রামকানাই কবিরাজ এদিকে আসছে। রামকানাই তিনগী থেকে রোগী দেখে ফিরচেন, খালি পা, হাটু অবধি ধূলো, হাতে একটা জড়িলুটি-ওষুধের পুঁটুলি । তিলু পায়ের ধুলো নিয়ে প্ৰণাম করলে, দেখাদেখি নিস্তারিণী ও করলে। রামকানাই সঙ্কুচিত হয়ে বললে-ওকি, ওকি দিদি দি ও সব কোয়ে না। আমার ব্ৰড লজ্জা করে। চলো সবাই আমার কুড়েতে। আজ যখন বাতুষ্যে মশাইকে পেইচি তখন সন্দেটা কাটবে ভালো। রামকানাই চক্ৰবৰ্ত্তী থাকেন। চরপাড়ায়, এই গ্রামের উত্তর দিকের বড় মাঠ পার হোলেই চরপাড়ার মাঠ। তিলুনিস্তারিণীকে বললে—“তুই ফিরে যা বাড়ী-আমরা যাচ্চি চরপাড়ার |- — অমিও ঘাবো । ককা-তোয় বাড়ীক্তি কেউ বকবে না । -বিকলে তো বয়েই গেল। আমি যাবে ঠিক। ==চলে। ফিরতি কিন্তু অনেক স্থাত হবে বলে দিচি { “তোমাদের সঙ্গে গেলি কেউ কিছু বলবে না। বললিও আমার তাতে কলা। ও সাৰ भांत्रि अमेिं । অগত্যা ওকে সঙ্গে নিতেই হোলো। রামকানাইয়ের বাড়ী পেঁৗছে সবাই মায়ুর পেতে বসলো। রামকানাই রেড়ির তেলের দোতালা পিদিম জাগলেন। তারপর হাত পা ধুয়ে এসে বসে সন্ধ্যাফিক করলেন। ওদের বললেন-একটু কিছু খেতি হবে।--কিছুই নেই, দুটো চালভাজা । মা লক্ষ্মীরা মেখে নেবে না। আমি দোষে । সামান্য জলবোগা শেষ হোলে রামকানাই নিজে চৈতন্যচরিতামৃত পড়লেন এক অধ্যায়। গীতাপাঠ করলেন ভবানী। একখানা হাতের লেখা পুথি জলচৌকির ওপর সম্বত্বে রক্ষিত দেখে ভবানী বললেন-ওটা কিসের পুঁখি । ভগবৎ ? --না, ওখানা মাধব-নিদান। আমার শুরুদেবের নিজের হাতে নকলকায়া পুথি। আয়ুৰ্বেদ শাত্মভাবে জানতি চায়, ডাকে মাধবা-নিদান আগে পড়তি হবে। বিজয় দক্ষিত্ত কৃত টীকা সমেত পুথি ওখানা। বিজয় রক্ষিতের টীকা দুষ্পাপ্য। আমার ছাত্র নিমাইকে fo.g. »8-28