পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইছামতী S প্লাজারাম কঁচুমাচু মুখে খাড়া হয়ে পিঠ টান করে বুক চিতিয়ে দাড়াতেই গ্র্যান্ট সাহেব va-No, no, your Dewan wears a theatrical mask, madam. Will he just stand at ease ? মেমসাহেব হাত দিয়ে দেখিয়ে বললেন-অটখানি লম্বা হয় না। বুক ঠিক করে। রাজারাম এ অদ্ভুত বাংলার অর্থগ্রহণ করতে না পেরে আরও পিঠ টান করে বুক চিতিয়ে উন্টোদিকে ধনুক করে ফেলবার চেষ্টা করলেন দেহটাকে । Artis Mitter carry Scara-Oh, no, my good man i this is how-Ritz নিজেই রাজারামের কাছে গিয়ে তাকে হাত দিয়ে ঠেলে সামনের দিকে আর একটু ঝুকিয়ে লিখে। কয়ে দাড় করিয়ে দিলেন। -I hope to goodness, he will stick to this God's death vsefa CNritzsca ficts abc; 3rter-I ask your pardon madam, for my words a moment ago. cPMitgN37cPag-Oh, you wicked man ! রাঙ্গারাম এবার ঠিক হয়ে দাড়ালেন। ছবিওয়ালা সাহেবটা প্ৰাণ বের করে দিয়েছে, মেমসাহেবের সামনে, বাবাঃ! আবার দুয়ে দিল! ভেবে ছিলেন আজ আর নাইবেন। Dt DBB BDDtu DDS BBDDDBDD DDYS DBEDB gDK LDLL K DDBDB ঘরে ঢুকতেই পারবেন না। ঘণ্টা খানেক পরে তিনি রেহাই পেয়ে বঁাচলেন । বা রে, কি চমৎকার করেচে। সাহেবটা ! অবিকল তিনি দাডিয়ে আছেন। তবে এখনো মুখ চোখ হয়নি। ওবেলা আবার আসতে ঘলেচে । আবার ওবেলা ছোবে না কি ? অবেলায় তিনি আর নাইতে পারবেন না। কোলসওয়াদি গ্র্যােণ্ট বিকেলে পাঁচ-পোতার বাওডের ধারের রাস্তা ধরে বড় টম্টমে বেড়াতে বায় হলেন। সঙ্গে ছোট সাহেব ডেভিড ও শিপটন সাহেবের মেম। রান্তাটি সুন্দর ও সোজা। একদিকে স্বচ্ছতোয় বঁাশুড় আর একদিকে ফঁাক মাঠ, নীলের ক্ষেত, আউশ ধানের ক্ষেত। গ্র্যােণ্ট সাহেব শুধু ছবি আঁকিয়ে নয়, কবি ও লেখকও। তার চোখে পল্পী-বাংলায় দৃশ্য এক নতুন জগৎ খুলে দিলে। বন্ধীণ উদ্বাস মাঠের মধ্যে ফুল-চৰ্ত্তি সোদালি গাছের রূপ, ফুল-ফোটা বন-ঝোপে অজানা বন-পক্ষীর কাকালী-এসব দেখবার চোখ নেই। ওই ইদামুখে ডেভিডটার কি গোয়ার-গোবিন্দ শিপটনের। ওরা এসেচে। গ্ৰাম্য ইংলেণ্ডের চাষাভূযো পরিবার থেকে। ওয়েস্টার্ন মিডল্যাণ্ডের ব্লাই ও ফেয়ারিংফোর্ড গ্ৰাম থেকে। এখানে নীলকুঠির বড় ম্যানেজার না হোলে ওৱা প্যানটিক্স ম্যানরের জমিদারের অধীনে লাঙল চুষতো নিজের নিজের ফার্ম হাউসে। দরিদ্র কালা আদামীদের ওপর এখানে রাজা সেজে বসে আছে। হায় ভগবান। তিনি এসেছেন দেশ দেখতে শুধু নয়, একখানা বই লিখবেন বাংলা দেশের এই জীবন নিয়ে। এখানকার লোকজনেয়, এই