পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अद्भधकांय BDDB DDD DuDDBDBDSBD BDBBDD DDB BuBt S DBDDBBu DEOBBD DS LDLDB BBB দীর্ঘ আঠাবুক শৈলমালা। মনে আচ্ছন্ন উপত্যকার সমতলে খানিকটা জায়গা পরিষ্কার করে বনবিভাগের বাংলো। সেই ফাকা জায়গাটাতে বনবিভাগের লোকদেৱ ঘস্তুে কুলু আপেল, নাশপাতি, বোম্বাই আম, কাশীয় পেয়ার প্রভৃতির গাছ লাগানো হয়েছে-এখন চারাগাছ, চেরা শালিকাঠের রেলিং দিয়ে ঘেরা, অদূরবর্তী মাঠ গ্রামের গরু ছাগল প্রভৃতির উপদ্রব থেকে রক্ষা করবার জন্মে। গ্রামের লোকসংখ্যা পকাশ-যাট ঘরের বেশি নয়, সবাই দরিদ্র, সবারই রাঙা মাটির দেওয়াল দেওয়া খোলার ঘর, কেবল একঘর গৃহস্থের বাড়ী পাথরের দেওয়াল। তারাই নাকি গ্রামের জমিদার, “‘বাবু খেতাব ধাৱী । বাড়ীর ছেলেদের উপাধি “বাৰু। ওদের মধ্যে একজনের সঙ্গে আমার আলাপ হয়েছিল, তার নাম দূৰ্পনারায়ণ বাবু, সে বনবিভাগের আরদালি, কুড়ি টাকা মাসিক বেতন। গবৰ্ণমেণ্টেয় দেওয়া কুড়াল ঘাড়ে দর্পনারায়ণ বাৰু বনবিভাগের রোনাজারের পেছনে পেছনে বনেজঙ্গলে ঘুরে বেড়ায়। গ্রামের লোকের উপঞ্জীবিকা বনজঙ্গল থেকে কাঠ চুরি করে বাঘমুণ্ডিয় হাটে বিক্রি করা; পাহাডের ওপর থেকে বেল, কেঁদ, পিয়াল, বুনো আলু, মিষ্টি ডুমুর, করঞ্জা প্রভৃতি বস্তকাল সংগ্রহ করে। অান এবং বঙ্গ জন্তু শিকার। আগে এ কাজে কোন ও বাধা ছিল না, এখন বনবিভাগের কৰ্ম্মচারীদের কড়াকড়িতে সকলেই বান্তিব্যস্ত হয়ে পড়েছে । আমরা বাংলোর সামনের মাঠে বেতের বড় বড় ঈজি-চেয়ারে শুয়ে গল্পগুজব করছিলাম। মিঃ মিশ্র ফরেস্ট অফিসার টুরে এসেছেন, তার সঙ্গে এসেছেন বাবু রতনলাল খান্তগীর, পি. ডবলিউ. ডি-র ইনজিনিয়ার, বিলোতফেরত ও কেতাদুরন্ত লোক। আর আছেন বাঘমুণ্ডি সার্কেলের ভারপ্রাপ্ত ইনঞ্জিনিয়ার মিঃ সরকার, ইনি নতুন চাকরি পেয়ে কাজে যোগ দিতে ঘাচ্ছেন ন মাইল দূরবর্তী বাঘমুণ্ডি নামক বনবেষ্টিত ক্ষুদ্র গ্রামে ; কয়েক মাস হল বৰ্মা থেকে অতিকষ্টে প্ৰাণ নিয়ে পালিয়ে এসেছেন, জাপ-অভিধানের তোড়ের মুখে । মিঃ সরকার চা খেতে খেতে বলছিলেন তীাৱ বৰ্মা থেকে প্রত্যাগমনের রোমাঞ্চকর কাহিনী। পাঁচ টাকা সেরা চাল কিনে সঙ্গের নটি প্ৰাণী কোন রকমে প্ৰাণ ধারণ করে MBBuOBB BBLBBB BDDB KB BD LDLLDSS LLLB BDK CBDBBK DBDD qBBE SDDDLS SEEEB কলেরায় একটি দুটি করে ছটি কাবার নটির মধ্যে। কস্তানের শেষ। বাংলোয় পেছনে মাঠাকুরু পাহাড়ে করঞ্জা ফুল ফুটেছে।--তার সুগন্ধ ঠিক জুই ফুলের মত তীব্ৰ। বাতাস মাতিয়েছে করঞ্জা ফুলের ঘন বাসে। রহস্যময় পৰ্ব্বভাৱশ্যে বঙ্গ কুকুটের ডাক এই খানিক আগেও শোনা যাচ্ছিল। আবার গভীর রাত্রে সেদিন শুনেছি অদ্ভুত কি এক জন্তুর আওয়াজ-কেউ বললে বাখ, কেউ বললে সম্বর হরিণ। মিঃ সরকার বললেন-এ জায়গাটা বড় চমৎকার, সত্যি-বেশ অদ্ভুত ধরনের সিনারি।