পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्रसंख्यूद्ध w8. তাদের কাছে খবর নিয়ে জানা গেল পথে শোভা নদী পার হয়ে এসেছি ওরই ধারে শ্মশান। তবে বর্ণহিন্দু বলতে যা বোঝায় তা বাঘমুক্তি গ্রামে নেই-সুতরাং বৰ্ণহিন্দুর EEYELDLz LLLBDB DEEE BDD KBB Bu DD DS DBDDB DB Bi BBDBB D0DDYS LLz ELDBBLBDB DD LLLLLL BB DDS E LLEL BD BB BDBB D DY S মিঃ মিশ্র বললেন-লাশ আমার মোটরে তুলুন। আমার আপত্তি নেই। চলুন নদীর ধীরে । এ প্ৰস্তাবে আমার আপত্তি জানালাম। ওঁর আপত্তি না থাকতে পারে, কিন্তু হয়তো ওঁর স্ত্রীর ‘আপত্তি থাকতে পারত। ওঁর এ উদারতার সুযোগ নেওয়া উচিত হবে না। কেঁকের মাথায় অনেকে অনেক কিছু বলে বইকি। সে রাত্রে কোন ব্যবস্থা কয়া সম্ভব হয়ে উঠত না। কিন্তু ভুবনেশ্বর বঁাড় জ্যে বলে একটি মানভূমবাসী লোককে পাওয়া গেল। হঠাৎ ভিড়ের মপ্যে। তাকে স্থানীয় বঙ্ক লোকের ভিড় থেকে চিনে নেওয়া অসম্ভব হত, যদি না ওদের মধ্যে কেউ বলে উঠতে শুর দিকে অ্যাল fort cft- cērto "agt —কে ব্ৰাহ্মণ আছে ? কািট ? একজন কালো ভূতের মত লোক সলজভাবে ভিড়ের মধ্যে থেকে বার হয়ে এসে এক পাশে ঘাড়াল। অতি ময়লা আটহাত্তি মোটা কাপড়, ধুলোমাটি লেগে রাঙা হয়ে গিয়েছে কাপড়খানা। রাস্তার কুলির কাজ করে। কিনা কি জানি। অতি গয়িব ব্যক্তি। তাকে জিজ্ঞেস করা হল সৎকার কোথায় হয়। সে বললে, সেই নদীটির ধারে বালিগঞঅর্থাৎ শোভা নদীর ধারে বালির ওপর। সে যেতে রাজী আছে। বিস্মিত হলাম যে সে কোন পয়সার দাবি করলে না । সৎকারান্তে পরদিন তাকে কিছু বকশিশ দিতে গেলেও সে প্রথমটা নিতে চায় নি। এটাও বুঝেছিলাম। তায় এই প্ৰত্যাখ্যান মৌখিক নয়, আন্তরিক। শোভা নদীর ধারে সে-ই চিতা জিয়েছিল, ঘন ঘন কাঠ জুগিয়েছিল-অবিশুি আমরা মৃতদেহ নিজেরা বহন করলেও কাঠ মোটরে নিয়ে গিয়েছিলাম। তবে বড় বকে, এই মাত্র ওল্প দোষ। কিন্তু অক্লান্তকৰ্ম্মী, কাজে ফাকি দিতে জানে না, সারা রাত শোভা নদীর তীরবস্ত্রী বনভূমি থেকে শুকনো শালের ডালাপালাও তাকে সেই রাত্রে সংগ্ৰহ করে আনতে হয়েছিল। কৃষ্ণা দ্বাদশীয় ক্ষীণ চাদ যতটুকু স্নান জ্যোৎস্না দান করলে শোভা নদীর বালির চরে, তাতেই শেষ রাত্রে আমরা আমাদের কাজ সমাধা করে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে মোটরে উঠে আবার বাঘুমুণ্ডি ফিরে very মেয়েটির ঘরাদোর ওয়াই মধ্যে বেশ সাজানো । বিদেশে গোেয়ন্তালি পাতিয়েছিল বেশ একটু সাজিয়েই। মেয়েটির হাতের কারিকুরিনিজেয় হাতে বোনা উলের কুকুর, "পত্তি পরম গুরু" ইত্যাদি দেওয়ালে টাঙানো আছে কাঠের ক্ৰেমে বাধানে অবস্থায়। সরস্বতী, মা কালীয় ছবি। একখানা ক্যালেণ্ডার, খানকতক