পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रौद्धनाथ বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক লর্ড এ্যাক্টন একবার বলেছিলেন যে ঊনবিংশ শতাব্দীর মানুষের পক্ষে নবম বা দশম শতাব্দীর মানুষের মনস্তত্ত্ব বোঝা বড়ই কঠিন, কারণ রাষ্ট্রে, সমাজে, কাৰ্য্যে, চিন্তায় ও ধৰ্ম্মে তারা ছিল সম্পূর্ণ অঙ্ক ধরনের মানুষ-বৰ্ত্তমান যুগের মানুষের সঙ্গে তাদের কোথাও কোনো মিল নেই। এই মূলসূত্রটি মনে রাখলে ইতিহাসের যে সকল অবিচার, নৃশংসতা ও অকারণ রক্তলোভেয় কাহিনী আজকাল আমাদেয় দুৰ্ব্বোধ্য বলে মনে হয়, তা সম্পূর্ণ স্বাভাবিক বলে মনে হবে, কারণ সে যুগের মনোবৃত্তির সঙ্গে এদের কাৰ্য্যকারণসম্পৰ্কটুকু আমরা আবিষ্কার করে ফেলবো। লর্ড এ্যাক্টনেয়। উক্তিটি ব্যাপকভাবে যদি গ্ৰহণ কদি এবং এর অন্তর্নিহিত তত্ত্বটুকু বুঝতে চেষ্টা করি, তাহলে এই দাড়ায় যে শতাব্দীর পর শতাৰী যতই পায় হয়ে যাচ্চে, মানুষ ততই ক্ৰত এগিয়ে চলেচে-একযুগের গোড়ামী, ধৰ্ম্মান্ধতা, কুসংস্কার অঙ্গ যুগের মানুষের পক্ষে পরম বিস্ময়ের বস্তু, এ যুগের মির্যাকল পরবর্তী যুগের সুপরিচিত দৈনিক ঘটনা-সহস্ৰ শতাব্দীর পারের কোনু সুনির্দিষ্ট লক্ষ্যোর উদ্দেশে তার যাত্রা, এখন সে গৌরবময় বিবৰ্ত্তনের কাহিনী আমাদের কল্পনায়ও অতীত। বিশ্বমানবের এই অগ্ৰগতির সাহায্যের জন্তু মাঝে মাঝে এক একজন লোক আসেন, ধারা একাধারে মানুষের সকল দিকে সকল পরিণতিব আদর্শ। রবীন্দ্ৰনাথ আমাদের মধ্যে সেই রকম একটি মানুষ। যে অসীমতার তৃষ্ণা মানুষের এই অগ্রগমনের সাখী ও পািখ প্ৰদৰ্শক রবীন্দ্রনাথের লেখার মধ্যে দিয়ে তা আমাদের সাহিত্যে সর্বপ্রথম একটি মৌলিক রূপ ধরে দেখা দিয়েছে। এমন এক সময় ছিল যখন আমাদের দেশের লেখকের উৎকর্ষতার পরিচয় দিতে হ’লে প্ৰতীচীর সেই শ্রেণীর লেখককে মাপকাঠি রূপে ব্যবহার করা হোত-এইটাই ছিল সাহিত্যে তঁদেৱ স্থাননির্ণয়ের প্রকৃষ্ট পদ্ধতি। তাটি দেশবাসীরা বঙ্কিমচন্দ্ৰকে বাংলায় সার ওয়ান্টার স্কট, মধুসুদনকে বাংলায় মিণ্টন, কালীপ্রসন্ন ঘোষকে বাংলার এমাগন নামে অভিহিত করে সাহিত্যে তঁদের স্থান সুনিপুণভাবে নিদিষ্ট করা হয়ে গিয়েচে ভেবে পরম আনন্দে স্বপ্তির নিঃশ্বাস ফেলতেন। আমাদের সাহিত্যের এই পরমুখাপেক্ষী দাসমনোবৃত্তি দূর করলেন রবীন্দ্রনাথ তার প্রতিভার অমিত ভেজে-স্টার স্বান এ ধরনে নির্দেশ করতে কেউ সাহস করলে না-মানুষ সেখানে দিশাহারা হয়ে পড়ল, গতযুগের মাপকাঠির উপর আস্থা হায়াল, তাদের চোখ ধাঁধিয়ে গেল, তারা নিশ্চন্ত মুকুবিয়ানার সুরে তঁাকে বাংলার শেলী কি বাংলার মেটারলিঙ্ক বলতে পারলে না, রবীন্দ্রনাথ রয়ে গেলেন একটি unclassified phenomenon-অমুক শেলফের অমুক নম্বরের অমুক তাকে রবীন্দ্রনাথের স্থান নির্দিষ্ট RF 5 a 7 DBuD DBDDG DDDD BD DBBD DBDDB BDDBBDuBDLS DiDS SED এখানে বলি। আমার হাতের কাছে একখানা বাংলা উপন্যাস রয়েছে, লাম ‘বিজয় বল্লভ',