পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৩৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰবন্ধাবলী Šፅ:እ ছোট গল্পের আর্টের প্রাণ-বস্তু। যিনি ইহা যত যথাযথারূপে ও যত মুষ্টিভাবে খাটাইতে পারেন, ছোট গল্প লেখক হিসাবে তিনি তত সক্ষম, একথা অনস্বীকাৰ্য্য। রবীন্দ্ৰনাথ আমাদের সাহিত্যে conte আমদানি করিলেন, যাহার ফলস্বরূপ অমরা পাইলাম গল্প-গুচ্ছের অপূৰ্ব্ব গল্পগুলি। ১২৮৪ সালে ভারতী পত্রিকার তাহার প্রথম ছোট গল্প "ভিখারিণী" বাহিয়া হয়। পরে পরে তঁহার ছোট গল্পগুলি বাহির হইতে লাগিল। তখন বাঙালী পাঠকের মনে সেগুলি একটি নূতন রাগিনীর মন্ত ধ্বনিলোক স্বজন করিয়া চলিল । ফরাসী সাহিত্যের গল্পের নিয়মগুলি এণ্ড স্থিতিশীল ও সুনির্দিষ্ট ষে তাহার সহিত ইউরোপীয় সঙ্গীতের বিভিন্ন ক্রমগুলির তুলনা করা চলে। প্ৰথম অংশটি “ভূমিকা” দ্বিতীয় অংশ ‘সম্প্রসারণ", তৃতীয় অংশ “পুনরাবৃত্তি, চতুর্থ অংশ “বিরতি ও সর্বশেষ অংশ koda বা “ক্লাইম্যাক্স’ । ছোট গল্পের বিভিন্ন অংশেও এইরূপ ক্ৰম বজায় রাখিতেই হুইত ; এবং এই স্বৰ্ণ নিগড়ের মধ্যে বন্দিনী কথা-সরস্বতী শিল্পীর সাধনা ও উপাসনায় পরিতুষ্ট হুইয়া ষে অমর বর দান কৱিতেন শিল্পীকে, তাহার প্রমাণ স্বরূপ আমরা পাই জুল ক্লারেন্থ, ফ্রামোয়া কোম্প, BLBuS LLLSSBBBLDK qBBB BuBD Lu DBZBLDB S BDLDLT u uB “জুডিয়ার শাসনকৰ্ত্তা’ নামক অপূৰ্ব্ব গল্পটিকে প্রতীচ্যের শ্ৰেষ্ঠ সমালোচকরা ছোটগল্প-শিল্পের একটি শ্রেষ্ঠ নিদর্শন বলিয়া উল্লেখ করিয়া থাকেন। ইহাতে ছোট গল্পের ক্রমগুলিকে গোড়া BD DBD DDD BBDD gBgDB DBBDB BB DBDDB BDBu D gBBDBD DBDD স্বষ্টি করিয়া ছোট গল্প শিল্পোয় প্রকৃত রূপটিকে সর্বসমক্ষে প্ৰকটিত করিয়াছেন । রবীন্দ্রনাথের কয়েকটি ছোট গল্প এ বিষয়ে একেবারে নিখুঁত ফরাসী আর্ট। যেমন অপূর্ব তাহার পরিবেশ, তেমনি অপুৰ্ব্বতর তাহার মুহূৰ্ত্ত সৃষ্টি । মুহূৰ্ত্ত সৃষ্টির সাহাধ্যেই ছোট গল্প অমর হইয়া থাকে। রবীন্দ্রনাথ এইরূপ অমর মুহূৰ্ত্ত সৃষ্টি করিয়াছেন তাহার ‘পোল্ট মাস্টার','কাবুলওয়াল’, ‘বৃষ্ট্রিদান', ব্যবধান, প্রভৃতি বিখ্যাত গল্পগুলিতে। এই মুহূৰ্ত্তগুলি এতই সুস্পষ্ট ও যথাযথ, যে কখনও ছোটগল্প পড়ে নাই বা ছোটগল্পের আট ম্বে জানে না-সেও এগুলির মহিমা উপলব্ধি করিতে পরিবে। রবীন্দ্রনাথের গল্পগুলি অনুভূতিপ্রধান, সে যুগে বড় বড় শিল্পীদের গল্প ছিল এ ধরনের সূক্ষ্ম অনুভূতির পরিবেশনের মাধ্যম, এ যুগে প্ৰতীচ্য শিল্পীদের মধ্যে ক্যাথরিন ম্যানসফিল্ডের গল্পগুলি এ দিক দিয়া অত্যন্ত প্ৰসিদ্ধ। r বলা বাহুল্য অনুভূতি প্ৰধান না হইরা ঘটনাপ্রধান হইয়াও ছোট গল্প সাফল্য অর্জন করিতে পারে এবং ভালো ভাবেই পারে।--তাহার প্রমাণ আধুনিক যুগের অধিকাংশ লেখকের গল্প। রবীন্দ্রনাথের ঘটনা প্ৰধান গল্পের মধ্যে “গুপ্তধন'-এর কথা হঠাৎ মনে পড়িল। এই গল্পটাকে আধুনিক কালের ঘটনা প্ৰধান যে কোনো ছোট গল্পের মধ্যে সাদরে ও সসন্মানে চালানো যায়। পরবর্তীকালে রবীন্দ্রনাথের ছোট গল্পের মধ্যে ফরাসী conte আর ধ্বনিত হয় নাই, যেমন বৈষ্ণবী প্রভৃতি গল্প। ফরাসী শিল্পের মায়াশূষল সবলে ছিন্ন করিয়া তাহার শক্তিশালী মন তখন গল্প লিখিবায় নিজস্ব একটি অপূৰ্ব্ব ধারা আবিষ্কায় করিয়াছে যাহার চরম পরিণতি