পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৩৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্রাবলী $bዓm) অৰে কি ঘৰ্ম্মদোরের কোন অসুবিধে হবে ? অবিশি। ওরা থাকবে মোট ৪৫ দিন। হুটুকে Kriti ঠিক হয়েছে আমরা সবাই একত্রে হলে এখানে--- অর্থাৎ ভূমি বনগাঁয়ে এলে বারাকপুরে ঠিক সেই রকম পিকুনিক কন্নৰ। সেই বনাশিমতলার ঘাটে, সেই জায়গায়। জগদীশবাবুও DBDDB BDDD DBDBDBDB S DDDB DDDS BBS DBS DBiSBiDBBBDDS B C BD iSTBDD DD BDD S DBB BDB BBDBDBD DuDDB BDD GL DDS DEBBB আসবার সময়েও -কেমন তো? ওটা করতেই হবে। আমাদের । আর কেউ না আসে, বারাকপুরে এসেই তুমি আর আমি, আর অবিশিষ্ঠ আসবে গুটিকে ও ইন্দু এবং বুধো ও মানী * - আমরা একদিন ওখানে পিক্‌নিক লাগাব। সোমবার, ১৫ই অগ্রহায়ণ। ১লা ডিসেম্বর ’৪১ ৷৷ ৪১ নং মির্জাপুর স্ট্রট কলিকাতা। কল্যাণীয়ানু), কাল যথা সময়ে এসে পৌঁছেচি, অতএব কিছু ভেবেন। এখন সেদিনকার সেই ভ্ৰমণ আমার কাছে স্বপ্নের মত মনে হচ্ছে-তুমি ওখানে আছ, সামনে এখনও পাহাড় দেখতে পােচ্ছ-কিন্তু আমার সামনে শুধু ইটকাঠের অনুপ আর ধোঁয়া, প্ৰকৃত্তির মনোরম দৃশ চোখের সামনে থেকে মুছে গিয়েচে । মনের অবকাশ মানুষের জীবনে যে কতবড় দরকারী জিনিস, তা এই কৰ্ম্মব্যস্ত, যন্ত্রযুগের অত্যন্ত হিসেবী ও সময়নিষ্ঠ মানুষেরা কি বুঝবে ? এতে মানুষকে টাকা রোজগার করায়, ভাল খাওয়ায়, ভাল পর্যায়, ভাল গাড়ী ঘোড়া চড়ায়-কিন্তু জীবনকে মরুভূমি করে রেখে দেয়। প্ৰকৃতির খামল বন পত্রসম্ভার নীল আকাশ, পাখীর কুজন, নদীর কলমৰ্ম্মর, অন্ত দিগন্তেয় সান্ধ্য মায়া এসব থেকে বহুদূরে এক জলহীন, বৃক্ষলতাহীন মরু। তাই এখানে এসে আজ বেশী করে মনে পড়চে সেদিন দুজনে পাহাড়ে, ঝর্ণার ধারে ও বনাঞ্চলে যে সুন্দর প্রভাতটি একত্রে বেড়িয়ে ছিলুম-সেই কথা-এখানে কেউ কল্পনা করতে পারে তেমনতর গোলগোলি ফুলের শোভা ? Sir Richard Hooker একজন বিখ্যাত উন্তিততত্বজ পণ্ডিত ছিলেন। তিনি ১৭৭৬ সালে ভারতে এসে ৰাহু বন্যপ্রদেশ থেকে এদেশের KBu DDE DBB BLBLB BDDYSS YL g L DBBS LLLlLLC TLA SS ৫৬ অনুমে সম্পূর্ণ বিরাট বই। এই বইয়ের মধ্যে গোলগোলি ফুলের শোভার খুব প্রশংসা কয়ে গিয়েছেন Hooker, তার নিজের হাতে আঁকা এই ফুলের রঙিন ছবিও আছে ওই প্ৰসিদ্ধ গ্রন্থের মধ্যে। আমি তার হাতে আঁকা এই ছবি দেখেই প্ৰথম বুঝতে পারি। উনি কোন ফুলের কথা বলছেন। --আমি শিবায়াজির আগের দিন যাবে- এবং নিয়ে আসবো। হুটুকে বোলো বমি গাড়ী