পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৪০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্ৰন্থ পরিচয় W3O বিভূতিভূষণ ভাগলপুরে থাকিতেই ‘‘পথের পাঁচালী” রচনায় সময়, অন্ততঃ ১৯২৮ খৃষ্টাব্দের ১লা মার্চ তারিখ হইতে ইছামতী’ উপন্যাস রচনা করিবেন বলিয়া স্থির করিয়া স্নাধিয়াছিলেন পূৰ্বেই উল্লেখ করিয়াছি। তাহার প্রস্তুতি হিসাবে বিভূতিভূষণের বিভিন্ন সময়ে লিখিত বিভিন্ন ডায়েরিতে মোল্লাহাটি ভ্রমণের এবং নীলকুঠি পরিদর্শনের কথা পাওয়া যায়। প্রাসনিক অংশ হে অরণ্য কথা কওঁ৷” দিনলিপি হইতে উদ্ধৃত করিতেছি ঃ

  • - ওখান থেকে বেরিয়ে গাঙের ধার দিয়ে কুঠীর কাছে এলুম। ভাঙা কুঠী দেখালুম কাখেন চৌধুরীকে, যেমন বাল্যকালে আমাদের গ্রামে যে কেউ আসুক, তাকে কুটী দেখাবোই। রামপাদকে দেখিয়ে ছিলুম, বামনদাস মুখুয্যেকে দেখিয়েছিলুম। আজও দেখাচ্চি ১৩১৪ সাল ১৩১১ সালের পরেও। কুঠী হয়ে গেলুম মোল্লাহাটি-বেলেডাঙা, নতি ডাঙার পথ দিয়ে। অনেকদিন-প্ৰায় ৫৬ বছর মোল্লাহাটি আসিনি। ডাকবাংলোটাতে গিয়ে বললুম, মেম সাহেবের গোর দেখলুম-সাহেবদের নীলকুষ্ঠীির ধ্বংসস্তুপের ওপর প্রায়ান্ধকার সন্ধ্যায় বেড়িয়ে বেড়ালুম-কোথায় আজ সেই লালমুৱা, ফালমান সাহেবের দল, কোথায় তাদের YYLSKBK LBBB YY SBBu KDD BDBDDD DB BBY KBS Yz করে দি-দঃ ” (বিভূতি-রচনাবলী, সপ্তম খণ্ড, “হে অরণ্য কথা কওঁ, পৃ. ৪৬৮)।

বিভূতিভূষণ ইছামতী’ উপন্যাস রচনা করিৰার পূর্বে “নীলিগঞ্জের কালামন সাঙ্গেব’ নামক একটি গল্প রচনা করেন।ঙ্গ নীল গঞ্জের ফালমনসাহেব গল্পটির পটভূমিও মোল্লাহাট। ইছামতী’ উপঙ্গাসের বিষয়বস্তুই বীজাকারে বিভূতিভূষণ গল্পটিঙে বিধুস্ত করিয়াছিলেন। ‘কে অরণ্য কথা ক খ দিনলিপির উপরোক্ত উদ্ধৃতি পাঠ করিলে সহজেই গল্পের উৎসের সন্ধান পাওয়া যাইবে । “ইছামতী’ উপস্থাসের আরম্ভে মুখবন্ধ রূপে বিভূতিভূষণ কি লিখিবেন সে সম্বন্ধে ইঙ্গিত DDDD S SMBBiBDB TEE SuB Du DDB DBDu ‘সবুজ চরাভূমির তৃণক্ষেত্রে যখন সুমুখ জ্যোহ্মারাত্ৰিয় জ্যোৎস্না পড়বে, গ্রীষ্ম দিনে সাদা LBDBD SDgLBDB BDDBi BDBi DD DBBDDBSGtBtB DB BD DBBD DDDBD DBDBuK থেকে নদীয় মৃদু বাতাসে, তখন নদীপথযাত্রীরা দেখতে পাবে নদীর ধারে পুরোনো পোড়ো ভিটের ইষদ্ধক্ষ পোতা, বৰ্ত্তমানে হয়তো আকৰ্ম্ম ঝোপে ঢেকে ফেলেচে তাম্বের বেশি অংশটা, হয়তো দু-একটা উইয়ের চিপি গজিয়েচে কোনো কোনো ভিটের পোতায়। এই সব ভিটে দেখে তুমি স্বপ্ন দেখবে অতীত দিনগুলির, স্বপ্ন দেখবে সেই সব মা ও ছেলেৱ, ভাই ও বোনের, যাদের জীবন ছিল একদিন এই সব বাস্তুভিটের সঙ্গে জড়িয়ে। কত সুখ-দুঃখের অলিখিত ইতিহাস ঘর্ষাকালে জলধারাঙ্কিত ক্ষীণ রেখার মত আঁকা হয় শতাব্দীতে শতাব্দীতে এদের বুকে। সূৰ্য্য আলো দেয়, হেমন্তের আকাশ শিশির বর্ষণ করে, জ্যোৎস্না-পক্ষের টােব্দ জোৎস্না ঢালে এদের বুকে। SS BDBuLZ EBBDB BBDBS sBLE SDBD DBBB BBB BBB YS LLLBD SDB DuuD Dg BBB DD SSLDEB KES BDLL tL0LtL S SBBBBDDB sBDBD DBBBD TuuS BBD BBBBDS DBD *Rwsiega wraig Zitors' at ei