পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভুতিভূষণকে যেমন দেখেছি বিভূতিভূষণ আমার দর্শ বছরের জ্যেষ্ঠ। কিন্তু বলতে গেলে একই সময়ে আমরা সাহিতে্যু আত্মপ্রকাশ করি। “প্রবাসীতে স্থান পায় আমার টলস্টয় থেকে তর্জমা তিনটি প্রশ্ন’ । BDD D BBDBY DBBB D BDDBD DD BeBBuBS DBBDD DD s দর্শনেই আমি আৱিষ্ট হই। বহুদিন পরে ‘বিচিত্রায় ধারাবাহিকভাবে প্ৰকাশিত হয়। BD SE S LBBDB tt uBD DDDD DL SCGBB DD gBB BB DD KLS পাশি অবস্থান করে আমাদের দু’জনের দুই জাতের রচনা । কিন্তু দুটিরই আদিকথা পথ। দু’জনেই আমরা পথের প্রেমিক। একই সময় একসঙ্গে আমরা সাহিত্যের আসৱে নামি ও রবীন্দ্রনাথ প্রমুখ সাহিত্য-গুরুদের দৃষ্টি আকর্ষণ করি। উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় মহাশয়ের মুখে শুনেছি। রবীন্দ্ৰনাথ ঠাকে বলেছিলেন তঁর ‘বিচিত্র-সম্পাদনা সার্থক । তিনি আমাদের দু’জনকে সাহিত্যে এনে দিয়েছেন । বিছুষ্ঠিত্বষণের সঙ্গে সাক্ষাৎ পরিচয় ঘটে কবে কেমন করে তা মনে পড়ে না। বোধহয় একদিন আমাদের দুজনের প্রিয় বন্ধু মণীন্দ্রলাল বসুর পার্কসার্কাসেব বাড়ীতে। কলকাতার বাইরেক্ট অ্যামার বদলির চাকরি। দেখা হয় কদাচিৎ। শেষবােব কলকাতায় তিনি আমােৱ বাসায় এসেছিলেন। একটি চেরী গাছ ছিল সেখানে। তঁর খুব ভালো লেগেছিল সেটিকে। কথায় কথায় বলেন তিনি বছরে চারখানা উপন্যাস ও দু’খানা ভ্ৰমণকাহিনী লিখে সংসার চালাবেন ভেবেছেন। আমি তাকে অতি বেশী লিখতে মানা কবি। তখনি লক্ষ্য করি। তার মন চলে গেছে। পরপাবে। আমি ওঁকে বাৱণ করি ও বিষয়ে ভাবতে । বলি BEBBD DDB DD BDDB KEEDD BDK LDDDDS LLL KDuL LLELLLY SYB BDD যাক । আর ওপারের সমাচার কি এপারে বসে পাওয়া যায়। তিনি আমাকে স্নেহ করতেন। মেহের সঙ্গেই বলেন, “মানুষ ইচ্ছা করলে স্বয়ং ভগবানকেও জানতে পারে। পরকাল তো তার তুলনায় কিছুই নয়। আমার ‘দেবধান” পডেছ। পড়ে দেখে।” এর পরে একদিন কলকাতা বেতার কেন্দ্রে কী একটা পাটিতে চায়ের নিমন্ত্রণ। হঠাৎ ডাইরেকটায় এসে বলেন, “শুনেছেন? দারুণ দুঃসংবাদ ! কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর নেই।” আমি শোকে স্তন্ধ হবে যাই। সেই অবস্থাতেই আমাকে অনুরোধ করা হলো তার উপর কিছু লিখে রেকর্ড করতে। রূ"খলুম। সে অনুরোধ। মন কেমন করছিল। জানতুম না যে এমন অকালে তাকে আমরা হায়াব। দেশের লোক তাকে অন্তর থেকে ভালোবাসতেন। সকলেই শোকাকুল। iii BEDBDB DBuB D BDBD Dii DDD S LDDDDB BDBD uu প্রসঙ্গে আমাকে যা বলেছিলেন তা আমি কোনোদিন ভুলব না। কিন্তু তেমন হৃদয়গ্ৰাহী রূপে কৰ্ণনা করতেও পারব না। তঁরা দুই বন্ধুতে এক ট্রেনে কোথায় যেন যাচ্ছিলেন।