পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

star 8. অজ্ঞান লোকেরা ভিড় করে রাত দিন ; নিয়ে এসো ওষুধ, নিয়ে এসো মামলা জেতা, ছেলে S -সে তোমারই দোষ। সেটা না করলেই পাৱতে গোড়া থেকে। ধন্ন দিতে দিলে cंकन 1 -তুমি ভুলে ঘাচ্চ। এ জায়গাটা গোরাসাহেবের বাংলা নয়-তবে এত লোক আসে। কেন ? ধর্শ্বের জঙ্গে নয়। অবস্থা ঘোরাবার জন্তে। মামলা জেতবার জঙ্গে । -সে তো বুঝি। -একটু খেকে দেখবেন না দিনের বেলায় । এত রাতে আর কি আছে ? চলে গোল সবাই। কি বিপদ যে আমার। সাধন প্ৰজন সব যেতে বসেছে, ডাক্তায় বড়ি সেজে বসেটি। শুধু রোগ সারাৎ, আর রোগ সারাও । নালুপাল এ সব শুনে কিছু বুঝলে, কিছু বুঝলে না। ভবানী ধাড়ুষোকে সে অনেকবার দেখেচে, দেওয়ান মহাশয়ের জামাই সুচেহারার লোক বটে, দেখলে ভক্তি হয়। বাড়ী ফিরে মাকে সে বলেী-একটা চমৎকার জিনিস দেখলাম আঙ্গ। লল্লিসিনীর গুরু হোলেন আমাদের LLDDTu TBeiBB DSDYBKB SDBB S i SuDYLE DB BD BTE বোঝলাম না, কি বল্পেনা, কিন্তু সন্নিপিনী যে অত বড়, সে একেবারে তটস্থ । তিলু বললে-এত রাত করলেন আজ ? ভাত জুডিয়ে গেল! নিলুইদিকি আয়, জায়গা করে, দে-বিলুকোথায় ? নিলু চোখ মুছতে মুছতে এল। স্নান্নাঘরের দাওয়া বঁট দিতে দিতে বললে—বিলুবুমিয়ে পড়েচে। কোথায় ছিলেন নাগার এত রাত অবধি ? নতুন কিছু জুটলো কোথাও ? ভবানী বঁড়িয্যে অপ্রসন্ত্র মুখে বললেন-তোমার কেবল যতো।-- -fff --ইয়া-হাসলেই মিটে গেল। ---কি করতে হবে। অয়ন তবে । -জ্ঞাখো গে লোকে কি কৱচে । মানুষ হয়ে জন্মে। আর কিছু করবে না। শুধু খাবে আমার ঘাজে বকবে ? -ওগো অতি শত উপদেশ দিতি হবে না। আপনায় । আপনি পরীকালের ইহকালের সৰ্ব্বস্ব আমাদেয়। আর কিছু করতে হয়, সে আপনি করুন গিয়ে । আমরা ডুমুরের ডালনা দিয়ে ভাত খাবো। আর আপনার সঙ্গে ঝগড়া করবো। এতেই আমাদের স্বগগে। খেয়ে উঠে খোকাকে ধরুন । ভবানী খেয়ে উঠে খোকনকে আদর করলেন কতক্ষণ ধয়ে । আট মাসের সুন্দয় শিশু। তিলুৱা খোকা। - সে হাবলার মত বিস্ময়ের দৃষ্টিতে বাবার মুখের দিকে চেয়ে থাকে। তারপর অকারণে একগার্ল হালি হাসে দণ্ডবিহীন মুখে, বলে ওঠে-গা-গা-গা-গ- f. K. Y R